বিসমিহি তা'আলা
জবাবঃ-
মহিলাদের জন্য সর্বাবস্থায় সতর-কে ঢেকে রাখা এবং নিজেকে গায়রে মাহরাম পুরুষ থেকে আড়াল করে রাখা ফরয।
সতর এবং হেজাব এর ব্যাখ্যা সহ পর্দার বিস্তারিত বিবরণ জানতে ভিজিট করুন-572
বর্তমান সময়ে নিজেদের অস্থিত্বকে টিকিয়ে রাখতে মুসলমানদের জন্য দ্বীনী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় অগ্রগামী হওয়াও অতীব জরুরী।
এ সম্পর্কে জানতে ভিজিট করুন-434
নিরাপত্তার স্বার্থে নাক,কান,চুল,গলা পরিদর্শন করতে পুরুষের জন্য পুরুষ এবং মহিলার জন্য মহিলাকে নিয়োগ দেয়া যেতে পারতো।কিন্তু আমাদের -মুসলিম সংখ্যাগরিষ্ঠ-দেশের সরকার সেই পদক্ষেপ নিচ্ছেনা।ভবিষ্যতে নিবে কি না তার ও কোনো নিশ্চয়তা নেই।শরীয়তের বিধি-বিধান এর কোনো তোয়াক্কা সরকারের নেই বললেও চলে।
এরকম হাজারও বিষয় রয়েছে,সামান্য সচেতনতা প্রদর্শনের মাধ্যমে সরকার শরীয়তের সাথে সমতা রেখেই আইন বাস্তবায়ন করতে পারত।কিন্তু নীতিনির্ধারক গণের অধিকাংশ শরীয়ত সম্পর্কে বেখবর,বা অমুসলিম থাকার কারণে সেগুলো অদ্য বাস্তবায়ন হচ্ছে না।
টাকা রোজীর জন্য নয় বরং ইসলাম ও মুসলমানদের স্বার্থে জাগতিক শিক্ষায় যোগদানকারী বোনদের জন্য এ রুখসত সাময়িকভাবে দেয়া যেতে পারে।হ্যা এ রুখসত জরুরত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।তবে যদি তা নিশ্চিত কোনো ফিতনার কারণ হয়ে দাড়ানোর আশংকা হয়ে দাড়ায়, তাহলে এমতাবস্থায় এ শিক্ষা বিসর্জনই কাম্য।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ