আসসালামু আলাইকুম,
স্বামি যদি স্ত্রীকে ম্যসেজে যেকোন প্রকার শব্দ দ্বারা স্ত্রীকে অধিকার দেওয়ার কথা বলে কিন্তু স্ত্রী যদি না জানে বা না বুঝতে পারে বা মাসালা না জানে।
প্রশ্ন ১:
শরিয়তে কাজি যদি স্বামিকে না জানিয়ে ১৮ নং কলামে লিখলে যেমন স্ত্রী তালাকের অধিকার পায় না,,,,তেমনি কি স্বামি স্ত্রীকে তালাকের অধিকার দিলো কিন্তু স্ত্রী জানলো না বা বুঝলো না তাহলে কি স্ত্রী নিজের উপর কখোনো তালাক পতিত করলে সেটা কি পতিত হবে???
প্রশ্ন ২:
একটা মেয়ে যদি তালাকের অধিকার পায় কিন্তু সে জানে না সে অধিকার পাইছে, তখন মেয়েরা মুখে যাই বলুক তার নিজের উপর তালাক পতিত হবে কি ?????