ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রকাশ্য ও অপ্রকাশ্য সবগুলো আ'মলই কুরআন-হাদীসে বর্ণিত থাকলেও সাধারণ শিক্ষা ব্যবস্থায় কিন্তু শুধুমাত্র প্রকাশ্য আ'মল গুলোরই শিক্ষা দেয়া হয়।এবং কোথাও কোথাও এ দুই প্রকারের আ'মলের শিক্ষার সিলেবাস থাকলেও ব্যবহারিকভাবে শুধুমাত্র প্রকাশ্যে আ'মলেরই শিক্ষা দেয়া হয়।অপ্রকাশ্য আ'মলের শিক্ষা দেয়া হয় না বললেও অত্তুক্তি হবে না।এমনকি এর প্রয়োজনীয়তাকে অনেকে অনুভবও করেন না। সুতরাং আমরা পরামর্শ দিবো কোনো শিক্ষকের নিকট সরাসরি উপস্থিত হয়ে দ্বীন ইসলাম শিখার চেষ্টা করবেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে ধারণা নিতে চায়, তাহলে তাহলে সে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর জীবনচরিত ''আর রাহিখুল মাখতুম " গ্রন্থখানি পড়বে।তারপর ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত বাংলা মিশকাত পড়ে নিবেন। সেখানে নামায রোযা ইত্যাদি আমলের ফযিলত ও বিধি-বিধান জেনে নিতে পারবেন।
(২) ঈমান, নামাজ, বিয়ে ইত্যাদির ফযিলত সম্পর্কে বাংলা মিশবাত পড়ে নিবেন। তাছাড়া বাজারে দেওবন্দি লিখকের বই দেখে ক্রয় করে নিবেন।বিশেষ করে থানভী রাহ, তাকি উসমানি দাঃবা এর কোনো গবেষণা থাকলে, সেটাই ক্রয় করে নিবেন।
(৩)একজন জেনারেল শিক্ষার্থীর জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হল, ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হয়ে ধাপে থাপে ইসলাম শিখা।