১.একটা মেয়ের বাবা কোন কারণ বশত জেলে ছিল। তার বিয়ের জন্য বিশেষ তেমন কেউ চেষ্টা করতে ছিল না। তার বয়স ও হয়ে যাচ্ছি ল। তার মামা চাচারা বিয়ে জন্য চেষ্টা করতে ছিল না বিয়ের প্রস্তাব আসলে তাদের বললে ভেঙে দিচ্ছিল। তাই সে নিজের বিয়ের জন্য পাত্রের সাথে ইমেইলে নিজেকে নিজের ছোট খালা হিসাবে পরিচয় দেয় এবং প্রয়োজনীয় বিষয় জিজ্ঞেস করে। ছেলেও পাত্রীর খালাই মনে করে তাকে। ছেলে তাকে পাত্রীর ছোট খালা ভেবে তার ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটা এভাবে উত্তর দেয় যে আমি অমুক জায়গায় চাকরি করি, আমার ছেলে আছে, আমার স্বামী অমুক জায়গায় চাকরি করে। মানে তার ছোট খালার যা আছে সেসব সে আমার বলে ইমেইলে লেখে। সরাসরি ফোনে পাত্রীর মা কথা বলে এবং সেখানেই মেয়েটার বিয়ে হয় এবং ভাল আছে আলহামদুলিল্লাহ। তারএক চাচাকে পাত্রের বায়োডাটা দিলে করোনার পরে খোজ নিবে জানায়। কিন্তু সেটা অনেক পরে। মোট কথা মেয়েটা মিথ্যা বলছে নিজের যেন বিয়ে হয় সে জন্য। এখন প্রশ্ন হলো মেয়েটা নিজে ছোট খালা সাজিয়ে আমার স্বামী আছে সে অমুক জায়গায় চাকরি করে, আমার ছেলে আছে, আমি অমুক জায়গায় চাকরি করি এসব মিথ্যা ইমেইল এবং ওয়াটসএপে লিখায় তার এখনকার বিয়েতে কি কোন সম্যসা হবে?
২. তার ছোট খালার সাথে তার স্বামী র সম্পর্ক ভাল না এক তুমুল ঝগড়া য় তার স্বামী তালাক দিবো না কি সব বলছিল তা আমরা জানি না। তাদের ঝগড়া হইছিল মেয়েটার বিয়ে র আগে। মেয়েটার উপরোক্ত মিথ্যা বলায় বিয়ে কি অশুদ্ধ হয়ে যাবে?
৩. মেয়েটার খালা বা তার বর তখন এসব বিষয় জানতো না। হয়তো মেয়েটার বিয়ে র পর এসব জানে কি না তাও শিওর না। যদি জানতো তার খালা এবং তার বর জানতো যে মেয়েটা ছোট খালা হয়ে এসব লিখছে ইমেইলে। আমার স্বামী অমুক জায়গায় চাকরি করে ছেলে আছে আমি অমুক জায়গায় চাকরি করি,আমার স্বামী আছে এসব মিথ্যা লিখার কথা তারা জানলে কি মেয়েটার এখন কার বিয়ে অশুদ্ধ হয়ে যাবে?
৪. মেয়েটার এখন বিয়ে তো শুদ্ধ তাই তো শায়েখ? কোন তালাক হবে না তাই তো শায়েখ?