জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সব মানুষের সাথেই শয়তান থাকে।
সেটাকে কারীন জিন বলে
হাদীস শরীফে আছেঃ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ اِلَّا وَقَدْ وُكِّلَ بِه قَرِينُه مِنْ الْجِنِّ وَقَرِينُه مِنَ الْمَلَائِكَةِ قَالُوا : وَإِيَّاكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ : وَإِيَّايَ، وَلَكِنَّ اللهَ أَعَانَنِيْ عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي اِلَّا بِخَيْرٍ. رَوَاهُ مُسْلِمٌ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার একটি জিন্ (শায়ত্বন (শয়তান)) ও একজন মালাক (ফেরেশতা) সঙ্গী হিসেবে নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনার সাথেও কি? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমার সাথেও, তবে আল্লাহ তা‘আলা আমাকে জিন্ শায়ত্বনের (শয়তানের) ব্যাপারে সাহায্য করেছেন। ফলে সে আমার অনুগত হয়েছে। ফলে সে কক্ষনও আমাকে কল্যাণকর কাজ ব্যতীত কোন পরামর্শ দেয় না।
(সহীহ : মুসলিম ২৮১৪, আহমাদ ৩৮০২, সহীহ ইবনু হিব্বান ৬৪১৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৬৫৮।)
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ থাকবে, আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করবেন।
রাতে ঘুমানোর আগে ও সকালে বাদ ফজর তিনবার তিন কুল পড়ে পুরো শরীরে ফুঁক দিবেন।
ফেসবুক পুরোপুরি ছেড়ে দিন।
এক্ষেত্রে শুধু অডিও সেট ব্যবহার করতে পারেন।
বেশি বেশি কুরআন তিলাওয়াত, যিকির,নফল ইবাদতে মশগুল থাকবে।
পড়তে বসার পূর্বে প্রথমে ৩বার যে কোনো দরুদ শরীফ পড়তে বলবেন ৷ তার পর ৩ বার – ربى زدنى علما (রাববী যিদনী ইলমা) তার পর আবার ৩ বার দরুদ শরীফ পড়ে পড়তে বসতে বলবেন। ইনশাআল্লাহ পড়া খুব ভালোভাবে মুখস্থ হবে,মনোযোগ বাড়বে এবং মনেও থাকবে ৷
আরো জানুনঃ-