اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
আমার পরিবার ইসলাম‎ ঠিকভাবে পালন করে না,
আমার মা ঠিক মতো সলাত পড়ে না, রমাদন ব্যাতিত তাকে কখনো ফজর পড়তে দেখি না,পর্দা করেন না, আমার ছোট বোন নামাজ পড়তেই চায় না,তাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি নামাজ পড়ানোর তবুও সে পড়ে না,আমার মাও তাকে এ বিষয়ে শাষন করে না,আমার বাবা ৫ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে ফজর বাদ দেয়,
সে-ও পরিবারের কাউকে দ্বীনের বিষয়ে সতর্ক করে না, কারন তারও দ্বীনের বুঝ নেই এবং অনেক সরল মানুষ!
আমি আমার মা কে বোঝাই কিন্তু ব্যর্থ হই, মাঝে মাঝে আব্বুকে নালিশ দিলে মা আমাকে আমার পুরোনো ভুল নিয়ে খোটা দেয়,
আল্লাহর রহমতে আমার দ্বীন পালনে কোন বাঁধা আসে না,
কিন্তু আমি তো চোখের সামনে এত অন্যায় দেখেও কিছু করতে পারছি না,বোঝালেও কাজ হচ্ছে না,আমার বোনটা দিনে দিনে ভুল পথে চলে যাচ্ছে আমি চেষ্টা করেও পারছি না তাকে আটকাতে,
আমি কি করতে পারি?আমার কি গুনাহ হচ্ছে তাদের এ অবস্থার কারনে? কিভাবে তাদের কে দ্বীনের পথে নিয়ে আসতে পারি?