ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)একদিন রাগ করে বলেছিলাম তোমাকে আমার প্রয়োজন নেই, তখন আমার স্বামী কষ্ট পেয়ে অনেক ইমোশনাল হয়ে গেছে, মরে যাবে, এটা সেটা অনেক কিছু বলে, তারপর বলেছে, আমাকে কারো দরকার নাই, এমন কেউ আমার সাথে থাকার দরকার না,আমি তোমাকে মুক্তি দিলাম যাও তুমি স্বাধীন, আজ থেকে তেমার কাছে আমি মরে গেছি।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু এই কথাবার্তা মুযাকারায়ে তালাকের সময় হয় নাই, তাই স্বামীর তালাকের নিয়ত ব্যতিত তালাক পতিত হবে না।
(২)আরেক দিন ঝগড়া হয়েছে তখন ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী বলেছে পরের অধ্যায়টা কিন্তু ভয়াবহ হবে,, তখন আমি বলেছি তার জন্য প্রস্তুত আছি,,,আমার স্বামী বলে জানি আমি,,পরে আমি বললাম লাইফে যে সুখ নেই বুঝে গেছি,,,তখন আমার স্বামী বলে তুমি এগুলো বলে বলে চলে যেতে চাও যাও তুমি মুক্ত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু এই কথাবার্তা মুযাকারায়ে তালাকের সময় হয় নাই, তাই স্বামীর তালাকের নিয়ত ব্যতিত তালাক পতিত হবে না।
(৩)আরেকদিন আমরা শুয়ে কথা বলতেছি কোনো ঝগড়া হয়নি। তখন সম্ভবত অন্য মেয়ে নিয়ে কথা হচ্ছিল,তাই আমি অভিমান করে বলেছি, আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও। ওই সময় আমার স্বামী আমাকে ধরে রাখছিল তখন ওনি আমার থেকে হাতটা সরিয়ে নিয়ে বলে, ওকে দিলাম/ নাকি ছেড়ে দিলাম বললো সেটা মনে নেই। আমি বললাম তালাক দিয়েছ আমার স্বামী বলে তালাক দিব কেন? তুমি বলেছে ছেড়ে দিতে তাই আমার হাত সরিয়ে নিলাম আমি ধরে রাখাতে তুনি অস্বস্তি ফিল করতেছ তাই হাত সরিয়ে নিলাম এটা বুঝিয়েছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে তালাক হবে না।