Related to an answer for : স্যালারী একাউন্ট এর জমানো টাকায় হজ্জ
Link: https://ifatwa.info/76104/
প্রিয় শায়েখ,
জাজাকাল্লাহু খাইরান।
দয়া করে ১ নাম্বার, ৩ নাম্বার আরও একটু ডিটেইল বলবেন?
১। আমি তো হজ্জ এর টাকা দিয়ে দিয়েছি এজেন্ট কে? ৫০০০০০ টাকা। বাকি টাকা ও আজকে দিব? এজেন্সি খুব আর্জেন্ট বলতেসে টিকেট করার জন্য পে করতে।
১.১। সেক্ষেত্রে যদি আমি এখন হিসাব করে ইন্টারেস্ট এর এমাউন্ট সরিয়ে ফেলি/দান করে দেই, তাহলে কি হজ্জ এর টাকা হালাল হবে।
১.২। গত ৩/৪ বছরের ইন্টারেসট বের করার জন্য আমি ব্যাঙ্ক স্টেট্মেন্ট কালেক্ট করার চেস্টা করতেছি, কিন্তু আমার একাউন্ট টা অনেক পুরোনো, এর আগে আমার বেতন ও কম ছিল, টাকা ও জমতো খুব ই কম, তাই ইন্টারেস্ট যদি যোগ হয়, অইটা খেয়াল হয় নি? বা জানি না। এইটা এখন বের করা খুব ই কস্টকর।
আমার হজ্জ এর টাকা হালাল করার জন্য আমি কি করতে পারি।
৩। আমি জানতাম, যে জায়গা বিক্রির টাকা আমি এখন ই পেয়ে যাব এবং অই টাকা দিয়ে হজ্জ এর নিয়ত করেছিলাম,
৩.১। কিন্তু পরে জানলাম, যে এই টাকা পেতে ২/৩ মাস দেরি হবে, তাই আমার একাউন্ট থেকে হজ্জ এর টাকা দিয়েছি, কারন আমি তো অই টাকা পাবই, ২/৩ মাস পর, পরে এখন খেয়াল হল যে, একাউন্ট এ তো কিছু ইন্টারেস্ট অটো যোগ হয়ে গেছে।
আমার প্রশ্ন হচ্ছে যে, আমার প্রাথমিক প্লান বা নিয়ত ছিল যে, অই টাকা আমি পেয়ে যাব, এবং হজ্জ করবো ইনশাআল্লাহ।
কিন্তু এখন টাকাটা হজ্জ করার পরে পাব, মানে জুন এর পরে, জুলাই এর প্রথমে, এখন যদি আমি টাকা টা পেয়ে আমি আমার একাউন্ট এ রেখে দেই, আমার হজ্জ হালাল হবে কি ?
আমি যদি বুঝাতে না পারি, দয়া করে ডিটেইল বলবেন?