বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
তার পরামর্শ গ্রহণ করা উচিত হবে।
তবে এক্ষেত্রে আপনার আম্মুর যে ইচ্ছা ছিলো,কিছু মানুষের জন্য ওমরাহ করার,এতে সমস্যা নেই। এভাবে একাধিক বার ওমরাহ করতে পারবে।
এক্ষেত্রে হজ্জ,ওমরাহ এর ফরজ,ওয়াজিব,কাজের পাশাপাশি সুন্নাত ও নফল কাজের জন্যেও তিনি বাহিরে বের হতে পারবেন।
সর্বশেষ আপনি আপনি আম্মুকে যেই পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ আপনার মায়ের মেনে চলা উচিত।
(০২)
একাকী পড়া উচিত।
(০৩)
তিনি সেই এনআইডি এর ছবি বদলাবেন।
(০৪)
বয়স্কা মহিলার সাথে পর পুরুষের পর্দা করা জরুরি। তবে অতিশয় বৃদ্ধা মহিলা, যাকে দেখলে পর পুরুষের কোনো আকর্ষণই সৃষ্টি হয় না- এ ধরনের বৃদ্ধা মহিলার ক্ষেত্রে শুধু চেহারার পর্দার ব্যাপারে কিছুটা শিথিলতা রয়েছে। এ বয়সেও পর পুরুষের সামনে চুল ইত্যাদি পরিপূর্ণ ঢেকে রাখতে হবে। অবশ্য এগুলো ঢেকে শুধু চেহারা খোলা রাখা বৈধ।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ الۡقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیۡ لَا یَرۡجُوۡنَ نِکَاحًا فَلَیۡسَ عَلَیۡہِنَّ جُنَاحٌ اَنۡ یَّضَعۡنَ ثِیَابَہُنَّ غَیۡرَ مُتَبَرِّجٰتٍۭ بِزِیۡنَۃٍ ؕ وَ اَنۡ یَّسۡتَعۡفِفۡنَ خَیۡرٌ لَّہُنَّ ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۶۰﴾
আর বৃদ্ধা নারীরা, যারা বিয়ের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে। আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
অতিশয় বৃদ্ধা মহিলার সাথে চেহারার পর্দার বিধানের উক্ত শিথিলতা নির্দিষ্ট কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়। বরং বৃদ্ধা হওয়ার পাশাপাশি চেহারার আকর্ষণ এবং গড়ন ভেঙ্গে পড়ার সাথে সম্পর্কযুক্ত।
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
"৪৫ বছর পর নাকি আর পর্দা থাকে না"
এ কথা সঠিক নয়।
বৃদ্ধা মহিলার সাথে চেহারার পর্দার বিধানের শিথিলতা নির্দিষ্ট কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়। বরং বৃদ্ধা হওয়ার পাশাপাশি চেহারার আকর্ষণ এবং গড়ন ভেঙ্গে পড়া,ফিতনার আশংকা না থাকার সাথে সম্পর্কযুক্ত।
★সুতরাং হজ্জ ফরজ হওয়া মাত্র মাহরাম পুরুষ নিয়ে নারীরা হজ্জে যাবে। মাহরাম পুরুষ পেয়ে গেলে আর অপেক্ষা করবেনা।
উমরার সামর্থ্য হলে নারীরা মাহরাম পুরুষ নিয়ে উমরা করতে যেতে পারবে।
তবে এটি আবশ্যকীয় নয়।
এটি সুন্নাত।