আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
149 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (11 points)
১.আমার আম্মু আব্বু এবার হজে যাচ্ছেন।সাভারের এক আলেম আমার বাবাকে পরামর্শ দিয়েছেন যে ফরজ-ওয়াজিব কাজ ছাড়া আমার মা যেন  বাইরে বের না হয়,বাকি সময় ভিতরে আমল করতে।আম্মুর ইচ্ছে ছিল কিছু মানুষের জন্য উমরা করতে।এ অবস্থায় উনার পরামর্শ কি গ্রহণ করা উচিত হবে?
আর আমার আম্মুর তিলাওয়াত সহিহ না ততটা,১আলিফ টান সব জায়গায় সঠিকভাবে হয় না,কিছু হরফও সঠিকভাবে মাখরাজ থেকে আসে না,তাই আমি বলেছিলাম সব নামাজ জামাতে পড়তে তাহলে তো কিরাত অশুদ্ধ হওয়ার দরুন নামাজ বাতিল হওয়ার আশঙ্কা থাকে না।আমার পরামর্শ কি ঠিক আছে?
২.তিলাওয়াত সহিহ থাকলে হজের সফরে কোনো নারীর কি নামাজ জামাতের সাথে পড়া উচিত না একাকী??

৩.বাংলাদেশে হজের মেডিকেল করার পর যে হেল্থ প্রোফাইল দেয় তাতে এন আইডির ছবি থাকে,কারোর এনআইডি এর ছবিতে কান আর মুখ বাদেও কিছু সতর খোলা থাকলে সে কি এনআইডি এর ছবি বদলাবে,নাকি এমনই রাখবে?যেহেতু টিকা কার্ড প্রিন্ট করানো লাগে তখন এই ছবি ননমাহরামরাও দেখবে।

৪.একজন বলছিল ৪৫ বছর পর নাকি আর পর্দা থাকে না নারীদের, তাই তার স্ত্রীকে ৪৫ বছরের পর হজে নিয়ে যাবে যদি হায়াতে রাখে,এখন হজ ফরজ হওয়ার পরও কি একজন নারী হজে যাবে নাকি ৪৫ বছরের পর যাবে আর উমরার সামর্থ্য হলে কি নারীরা উমরা করতে যাবে নাকি যাবে না?(কারণ পাসপোর্টে ছবি তোলার দরকার হয় কান দেখানো অবস্থায়)

1 Answer

0 votes
by (559,530 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
তার পরামর্শ গ্রহণ করা উচিত হবে।
তবে এক্ষেত্রে আপনার আম্মুর যে ইচ্ছা ছিলো,কিছু মানুষের জন্য ওমরাহ করার,এতে সমস্যা নেই। এভাবে একাধিক বার ওমরাহ করতে পারবে।

এক্ষেত্রে হজ্জ,ওমরাহ এর  ফরজ,ওয়াজিব,কাজের পাশাপাশি সুন্নাত ও নফল কাজের জন্যেও তিনি বাহিরে বের হতে পারবেন।

সর্বশেষ আপনি আপনি আম্মুকে যেই পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ আপনার মায়ের মেনে চলা উচিত। 

(০২)
একাকী পড়া উচিত।

(০৩)
তিনি সেই এনআইডি এর ছবি বদলাবেন।

(০৪)
বয়স্কা মহিলার সাথে পর পুরুষের পর্দা করা জরুরি। তবে অতিশয় বৃদ্ধা মহিলা, যাকে দেখলে পর পুরুষের কোনো আকর্ষণই সৃষ্টি হয় না- এ ধরনের বৃদ্ধা মহিলার ক্ষেত্রে শুধু চেহারার পর্দার ব্যাপারে কিছুটা শিথিলতা রয়েছে। এ বয়সেও পর পুরুষের সামনে চুল ইত্যাদি পরিপূর্ণ ঢেকে রাখতে হবে। অবশ্য এগুলো ঢেকে শুধু চেহারা খোলা রাখা বৈধ।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ  করেনঃ 
وَ الۡقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیۡ لَا یَرۡجُوۡنَ نِکَاحًا فَلَیۡسَ عَلَیۡہِنَّ جُنَاحٌ اَنۡ یَّضَعۡنَ ثِیَابَہُنَّ غَیۡرَ مُتَبَرِّجٰتٍۭ بِزِیۡنَۃٍ ؕ وَ اَنۡ یَّسۡتَعۡفِفۡنَ خَیۡرٌ لَّہُنَّ ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۶۰﴾ 

আর বৃদ্ধা নারীরা, যারা বিয়ের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে। আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

অতিশয় বৃদ্ধা মহিলার সাথে চেহারার পর্দার বিধানের উক্ত শিথিলতা নির্দিষ্ট কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়। বরং বৃদ্ধা হওয়ার পাশাপাশি চেহারার আকর্ষণ এবং গড়ন ভেঙ্গে পড়ার সাথে সম্পর্কযুক্ত।

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
"৪৫ বছর পর নাকি আর পর্দা থাকে না"

এ কথা সঠিক নয়।
বৃদ্ধা মহিলার সাথে চেহারার পর্দার বিধানের শিথিলতা নির্দিষ্ট কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়। বরং বৃদ্ধা হওয়ার পাশাপাশি চেহারার আকর্ষণ এবং গড়ন ভেঙ্গে পড়া,ফিতনার আশংকা না থাকার সাথে সম্পর্কযুক্ত।

★সুতরাং হজ্জ ফরজ হওয়া মাত্র মাহরাম পুরুষ নিয়ে নারীরা হজ্জে যাবে। মাহরাম পুরুষ পেয়ে গেলে আর অপেক্ষা করবেনা।

উমরার সামর্থ্য হলে নারীরা মাহরাম পুরুষ নিয়ে উমরা করতে যেতে পারবে।
তবে এটি আবশ্যকীয় নয়।
এটি সুন্নাত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 185 views
...