প্রিয় শায়েখ,
আসসালামু আলাইকুম
আমি এই বছর শেষ মুহুর্তে হজ্জ এর জন্য রেজিস্ট্রেশন করেছি।
আমার স্যালারী একাউন্ট এ বেতন এর টাকা জমা ছিল। কোন ডিপজিট স্কিম নেই নি, বেতন পাই, পরে থাকে একাউন্ট এ।
কিন্তু এখন বের করলাম, যে বেতনের মধ্যে অই একাউন্ট এ খুব সামান্য ইন্টারেস্ট যোগ হয়ে গেছে।
উদাহরন সরুপ, গত কয়েক বছরে আমার ১০ লাখ টাকা জমছে, ইন্টারেস্ট হয়েছে আনুমানিক (আমি গুন্তে পারি নি গত তিন বছরের ইন্টারেস্ট) ২৫০০০ - ৩০০০০।
১। আমি খুব পেরেশানির মধ্যে আছি, যেহেতু হজের পুর্ব শর্ত হচ্চে, হালাল অর্থ হতে হবে, তাহলে কি আমার সব টাকাই ত্রুটিযুক্ত হয়ে গেল।
খুব মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছি। কি করতে পারি বিস্তারিত বলবেন দয়া করে।
২। আমার হজ্জের কিছু বাকি টাকা কাল্ক/পরশু দিব, আড়াই লাখ টাকা,
এখন কারো কাছে করজে হাসানা ও পাচ্ছি না।
একজন বিধর্মির কাছে চাইছিলাম, উনি বলেছে আমাকে ২ মাস এর জন্য দিবে, যা আমি আসলে ২ মাস পরে ম্যানেজ করে দিতে পারবো।
বিধর্মি এর কাছ থেকে কি টাকা নেয়া জাবে?
৩। আমি এটা ও জানি যে, জুন মাস শেষে আমি, জায়গা বিক্ক্রির টাকা পাব, যা আনুমানিক ৮ লাখ। হজ্জের খরচ কাভার করে।
প্লীজ বিস্তারিত বলবেন।