আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর মুখের মধ্যে এমনি জিহ্ববা নড়েছে আর দুই ঠোঁট বন্ধ আছে হুজুর যদি মুখের ভেতর তালাক কথা উচ্চরণ হয় বাইরে ঠোঁট নড়েনি।আমার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি কারণ আমার ঠোট বন্দ ছিল মানে মুখ বন্ধ ছিল। যা হয়েছে মুখের মধ্যে , বাইরে ঠোঁট নড়েনি। কোনো শব্দ ও বের হয়নি বন্ধ অবস্থায় ছিল। এক্ষেত্রে কি উচ্চরণ হবে? বা তালাক হবে?
২. তালাক উচ্চরণ হয়েছে কি না , সেইটা বুঝতে যদি "ত" বা "তা" বা "তালা" এই ভাবে অসম্পূর্ণ ভাবে উচ্চরণ করে চেক করা হয় তাহলে কি তালাক হবে?
৩. হুজুর , বিয়ের আগে বলেছি হয়ত , আমার বউ যদি বিয়ের পর আমার মা আব্বা কে না দেখে তাহলে ডিভোর্স দিয়ে দিবো, বা তার বাপের বাড়ি রেখে আসবো। বা এই রকম ও বলেছি ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দিবো। বা ডাইরেক্ট ডিভোর্স এই সব ভুল ভাল কথা বলতাম , এই রকম হয়ত বলেছি। বলেছি হয়ত। পরিষ্কার ভাবে মনে নেই তখন অনেক বছর হয়ে গেল । হুজুর যদি আমার স্ত্রী এখন আমার বাবা মা কে না দেখে তাহলে কি তালাক হয়ে যাবে? আমার খুব ভয় হচ্ছে হুজুর।
৪. হুজুর শুয়ে ছিলাম দিয়ে মনে মনে এমন হচ্ছে আল্লাহ নেই আস্তাগিরুল্লাহ। হুজুর মনে মনে এমন হচ্ছিলো শয়তানের ওয়াসওয়াসা তে । দিয়ে আমি মন কে ঠিক করে তৌবা করেছি। বিষয় হলো শয়তানের ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে উচ্চরণ হয়েছে তাই মনে হচ্ছে কিন্তু আমার মনেই পড়ছে না আমি কখনো উচ্চরণ করলাম। এমনি মনেমনে যখন হচ্ছিল হালকা জিহ্ববা এমনি নড়ছিলো কিন্তু উচ্চরণ করিনি । শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে উচ্চরণ হয়েছে। কিন্তু আমার মনে পড়ছে না এক্ষেত্রে কি ঈমান চলে যাবে?
৫. কেউ যদি মনে মনে বলে ডিভোর্স দিলাম তাহলে কি তালাক হবে? মুখে উচ্চরণ করিনি মনে মনে হয়েছে।