আসসালামু আলাইকুম।
আমার প্রেগ্ন্যাসির ১০ নাম্বার মাস চলছে।
এই অবস্থায় উঠেবসে নামাজ পড়তে বেশ কষ্ট হয়।
ব্যপারটা এমন যে, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় না, আবার সিজদা দিতেও কষ্ট হয়না।
শুধু সিজদাতে যাওয়া বা সিজদা থেকে উঠে দাঁড়ানোই অনেক কষ্ট হয়ে যায়।
সেইক্ষেত্রে আমি কিভাবে নামাজ পড়বো?