১)স্বামী রাগ করে বা অভিমান করে অথবা ঝগড়া করে যদি বলে , আমি তোর সাথে কথা বলবোনা , ফোন রাখ । এই সমস্ত বাক্য যদি ব্যবহার করে তাহলে কোন সমস্যা হবে ? এগুলো কি শুধু মান অভিমান সূচক শব্দ।
২)স্ত্রী স্বামীকে বলে তুই আমাকে ছেড়ে দিবি/ দিস।
হাজবেন্ড উত্তরে বলে ,আচ্ছা ঠিকাছে ছেড়ে দেবো
অথবা শুধু বলে আচ্ছা ঠিকাছে। ( মানে আচ্ছা ,ঠিকাছে ছেড়ে দেবো)
কোনটা বলেছে সঠিক মনে নেই । উপরোক্ত দুইটা ভাষার যে কোন একটা ব্যবহার হয়েছে । এক্ষেত্রে ফায়সালা কোনটা হবে ।