আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (45 points)
আস সালামু আলাইকুম শায়েখ।  আমার কিছু প্রশ্ন ছিলো একটু ক্লিয়ার করলে উপকৃত হতাম।
আমার পরিচিত একজন সে একটা কোম্পানিতে চাকরি করে ও বিকাশ রকেট এগুলোর ব্যবস্যা করে প্রতিদিন অনেক লক্ষ টাকার।
এখন সে আমাকে বলে তাকে ২৫ হাজার টাকা দিলে সে ব্যবস্যায় খাটিয়ে আমাকে প্রতিদিন 500 টাকা করে দিবে বলেছে । এখন আমার জন্য এটা কি হালাল হবে কিনা

প্রশ্ন ২: আমি তার ব্যাপারে শুধু এতোটুকুই জানি আর ধারনা হয়েছে সে মনে হয় এই টাকাগুলো নিয়ে হুন্ডির ব্যবস্যা করে ( আল্লাহ ই ভালো জানেন) । এখন তাকে টাকা দেওয়া কতোটুকু যুক্তিসঙ্গত হবে। যদি জায়েজ হয় তাহলে আমি দেবো আর না হলে দেবোনা।  তবে তারা যে ব্যবস্যা করে তাদের লাভ তো বেশি হয় নাহলে তো 500 টাকা দিতে চাইনি।  হয়তো অন্য কিছু করে সেগুলো আমাকে বলেনি আমিই ধারনা করেছি হুন্ডির

1 Answer

0 votes
by (566,490 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


বর্তমান যুগে হুন্ডি ব্যবসার উপর আকদে হাওয়ালাহ (মানি অর্ডার) এর সংজ্ঞা পাওয়া যায়,সাথে সাথে হুন্ডি পৌছানে ওয়ালা নির্দিষ্ট জায়গা পর্যন্ত টাকা পৌছানোর ক্ষেত্রে মেহনত করতে হয়,তাই সেক্ষেত্রে বিনিময় নেওয়া শরীয়তের দৃষ্টিকোন থেকে নিষেধ নয়।
(কিতাবুন নাওয়াজেল ১২/৪০১)
,
إن معظم الأوراق المالیۃ التي یتعامل بہا الناس الیوم حکم التعامل بہا حکم الحوالۃ۔ (تکملۃ فتح الملہم ۱؍۵۱۴)
সারমর্মঃ হুন্ডি ব্যবসা নামে যেটি বর্তমানে প্রচলিত, সেটির বিধান মানি অর্ডার এর মতো।

وفى رد المحتار: وَصُورَتُهَا أَنْ يَدْفَعَ إلَى تَاجِرٍ مَالًا قَرْضًا لِيَدْفَعَهُ إلَى صَدِيقِهِ، وَإِنَّمَا يَدْفَعُهُ قَرْضًا لَا أَمَانَةً لِيَسْتَفِيدَ بِهِ سُقُوطَ خَطَرِ الطَّرِيقِ (الدر المختار مع الشامى، كتاب الحوالة، مطلب فى المسفتجة وهى البوليصة-8/17)
সারমর্মঃ এর ছুরত হলো একজন ব্যবসায়ীকে সম্পদ দিবে,যাতে করে সেটি তার নিকটস্থ দের কাছে পৌছিয়ে দেয়,যাতে রাস্তার যাবতীয় সমস্যা থেকে বাঁচা যায়।

হুন্ডির ব্যবসা সরকারী আইন হিসেবে অবৈধ।
তাই তা না করাই উচিত।
,
আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ 
قال اللّٰہ تعالیٰ: {وَلَا تُلْقُوْا بِاَیْدِیْکُمْ اِلَی التَّہْلُکَۃِ وَاَحْسِنُوْا اِنَّ اللّٰہَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ} [البقرۃ، تحت رقم: ۱۹۵] 
,
আর ব্যয় কর আল্লাহর পথে,তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা ইহসান কারীদের ভালোবাসেন।  [সূরা বাকারা-১৯৫]
,

أن طاعۃ الإمام فیما لیس بمعصیۃ فرض۔ (الدر المختار مع الشامي ۶؍۴۱۶ زکریا)
সরকারের কোনো আইন যদি গুনাহের না হয়,তাহলে তা মানা জরুরি।  

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে টাকা লাগানো জায়েজ হবেনা।

এক্ষেত্রে আপনাকে যে লাভ দিবে,সেটি পার্সেন্ট আকারে দিতে হবে,লাভ লোকসানে উভয়ে শরীক থাকতে হবে।

আর তার ব্যবসাটি হালাল ব্যবসা হতে হবে।

(০২)
ধারণা নয়,সে কিভাবে টাকা কাজে লাগায়,সেটি স্পষ্ট আকারে জানতে হবে।

বৈধ কাজে না লাগালে সেখানে টাকা দেয়া জায়েজ হবেনা।

আর হুন্ডির ব্যবসার লাভ হালাল,তবে পদ্ধতি সরকারের আইন বিরোধী, তাই এথেকে মুক্ত থাকা উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...