শাইখ, এখন আমার হাতের কাটা যায়গা শুকিয়ে গেছে প্রায় দেড় সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ। এন্টিবায়োটিক খেলে আল্লাহর ইচ্ছায় আরো আগে শুকাতো, তবে আমার ব্রেস্টফিডিং বাচ্চা আছে তাই খাইনি।
এখন শাইখ, বলছি যে, আপনি তো বললেন কষানী ১ দিরহাম কম হলেও পানিতে লাগলে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে, সেজন্য ধুতে হবে। তা গোসল টোসল করার সময় তো ধুয়েছি, কিন্তু তখন তো হাত কাটাই ছিল তাই ধুতে গেলে চিপড়াতে গেলে তো কষানী লাগতই।
তো, এখন তো আমার হাত সেরে গেছে, কষানী তো নেই আলহামদুলিল্লাহ। জায়নামাজে, নামাজের হিজাবে কষানীর সামান্য ফোঁটা টোটা লাগছে কি'না জানিনা। যদিও বা হাত থেকেই ধরলাম ঘষা লেগে সামান্য কষানী লাগে, তাহলেও এখন নামাজ পড়ার জন্য জায়নামাজ, নামাজের হিজাব কি ধুতে হবে? নামাজের পাটি তো অনেক মোটা, তা কোথায় লাগছে না লাগছে তার তো কোনো চিহ্ন টিহ্ন থাকবেই না, তাহলে তা কিভাবে ধুব? ১ দিরহাম বা তার কম পরিমাণ লেগে থাকলে সালাত হয়ে যাবে সেইটা তো বলছিলেন শাইখ। আমি কিছু বুঝতে পারছিনা।