১। আমি সাধারনত এই ধরনের দোয়াই বেশী বেশী করে থাকি, যেমনঃ- মৃত্যু পর্যন্ত আমাকে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র থাকার তৌফিক দান করুন, আমাকে শুধু মাত্র সেই কাজ গুলোতেই ব্যাস্ত রাখুন আপনি সন্তুষ্ট হন এবং সেইসব কাজ থেকে বিরত রাখুন যাতে আপনি অসন্তুষ্ট হন। এবং আমাকে আপনার সর্বোচ্চ আনুগাত্যশীল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে মৃত্যু দিন। প্রশ্ন হচ্ছে এরকম দোয়া করতে কোন সমস্যা আছে কিনা?
২। আপনাদের কে একটি আইডি থেকে চারটি প্রশ্ন করা যায় প্রতিমাসে, সংগত কারনেই আমার চারটির বেশী প্রশ্ন করার দরকার হয়েছে। এক্ষেত্রে আমি যে ২য় আইডি খুলে প্রশ্ন করলাম এতে কি গুনাহ হয়েছে? উল্লেখ্য আমি কখনো জ্ঞান মুলক, কৌতুহলী প্রশ্ন করিনি, যতগুলো প্রশ্ন করেছি সবগুলোই ব্যাক্তিগত আমলের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে।
যদি এভাবে ২য় আইডি খুলে প্রশ্ন করা জায়েজ না হয়, তাহলে প্রতি মাসে ৪টির পরে যেসব প্রশ্ন থাকবে সেগুলো কোথায় করবো?