১. আমার ঘটনা মনে পরছে, যে আমি একদিন আমার স্ত্রী এর উপর কোনো কারণে রাগ হই অনেক, তখন তাকে ভয় দেখানোর জন্য বলি, দেখা করো, দেখা করে সিদ্ধান্ত নিবো,তোমাকে জানিয়ে দিবো, ইত্যাদি টাইপের কথা কিন্তু মনে মনে তাকে ভয় দেখানো উদ্দেশ্য ছিলো যাতে ভয় পায় আর ভাবে, তাকে দেকা করতে বলচি চেরে দেওয়ার জন্য, আর কোনো কেনায়া বাক্য বা এমন কথা বলছি বলে মনে পরছে না যা দারা তালা* হয়ে যায়। এই গুলো বেশি অংশই ম্যাসেন্জারে বলেছিলাম, এই ম্যাসেজ গুলো আমার কাছে আর নাই, তাই নিশ্চিত হয়ে বলতে পারছি না, তবে তা আমার বউ এর কাছে আছে। তাই
এখন তাও আমার সন্দেহ হয় তালা* এর নিয়তে কিছু বললাম কিনা এর ফলে তে।বিবাহে সমস্যা হবে?
২. কি বলেছিলাম তা বউ এর মোবাইল থেকে দেকা কি জরুরী? সে দেখবে কি না জানি না, কারন সে জানে আমি এই সব নিয়ে খোজাখোজি করি.
৩. এই রকম অন্য ঘটনা মনে পরলে আমার যা মনে আছে তা দিয়ে সিদ্ধান্ত নিবো? না কি সন্দেহ দুর করার জন্য সেই ম্যাসেজ গুলো তার মোবাইল থেকে খোজে বের করা জরুরী?
(যদিও আমি ৯৯% শিওর সরাসরি কোনো কেনায়া বাক্য পর্যন্ত তাকে বলি নি, তা** এর কথা বলা তো দূরের বিষয়, তাও মাঝে মাঝে সন্দেহ হয়)
৪. ১ এবং ৩ নং প্রশ্ন লেখার জন্য কি কোনো সমস্যা হবে?
৫. আমার একটা স্টুডেন্ট কে পরিয়েছিলাম, আমার হিসাবে তাদের কাছে ৬০০০ টাকা পাই, তারা মাত্র ৩৫০০ দিয়ে তরা সমস্যায় আছে বলে জানায় আর দিতে পারবে না, আমি তখন তাকে বলি এতো কম দিলে কিভাবে হয়, তুমি আরো ১০০০ দাও, বাকি না হয় বাদ দিয়া দিলাম। এর কিছু দিন পর আজকে বলতেছে ৫০০ টাকা দিবে, আমিও বললাম,ঠিকাছে একজনের সমস্যা আরেকজন দেখতাম, তুমি ৫০০ দিয়ে দিয়ো আর বাকি টাকা তোমারে দিলাম মিস্টি খাইলাইয়ো।
এখন সেই স্টুডেন্ট তো বালেগ, আমি তাকে এই টাকা সাদকা হিসাবে দিয়ে দিয়েছি বিবেচনা করতে পারবো?কারণ আমার অনেক আগে ভুলের জন্য মানুষের এই পরিমান কিছু টাকা আমার কাছে এসেছে, এটা কি আমি এইটাকা সদকা দিয়েছি বিবেচনায় বাদ দিতে।পারবো?
(আসলে আমারো টাকা ওতো নাই, তাও ভাবতেছি যূি এইভাবে টাকা টা কাজে লাগে ভালো হয় নিজের জন্য)
৬. একজন হিন্দু, ইসলামে ইতিহাসে অনার্সে চান্স পায়, এটা একজনকে বলার পর যে বলছে সে যদি হেসে দেয় এতে কি কুফর হবে?
৭. একটা মুভির দ্বারা অনুপ্রেরিত হয়ে কেও যদি বলে ফেলে "আমার মতো হাজার পাটনায়েক দরকার এই কাজ করতে" (পাটনায়েক হিন্দু ছিলো) এই ভাবে এই কথা বলার ফলে সে কি কাফের হয়ে যাবে?( তার নিজেকে বিধর্মী হিসাবে এই কথা বলার ইচ্ছে ছিলোনা)
৮.দাড়ি একটু লম্বা রাখায় হয়তো একজন দুলাভাই মজা করে, তার ছেলেকে বলছিলেন এটা তোমার মোল্লা মামা, এটা শুনে আমি একটু হালকা হাসি দেই, এর।ফলে।কি কুফর হবে?
৯. কেও যদি বলে আজকের গরম সমান জাহান্নামের ট্রেলার এতে কি কুফর হবে?
১০. মারিয়া কিবতিয়া (রা:) কে অনেকে নবী (সা:) এর স্ত্রী বলেন এবং উম্মুল মুমিনিন বলেন, এভাবে বললে কি গুনাহ হবে?
১১. আমরা মজা করে, পরীক্ষায় যে নকল নেয় সেগুলোকে তাবিজ বলে ডাকতাম, এর ফলে কি কুফর হবে?এভাবে তাবিজ বললে কি গুনাহ হবে?
১২. একটা কবিতার একটা লাইন ছিলো "রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী" এই কবিতা গেয়েছি অনেক, কিন্তু কুফরি হচ্ছে কি না, জানি না পুজার কথা থাকায় হঠাৎ মাথায় আসলো, এর ফলে কি কুফর হবে?
১৩. আরেক টি কবিতা বিদ্রোহী, যা তে একটা লাইন "ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া" এই লাইন গাওয়ার সময় এটা যে কুফরী হচ্ছে বা ইসলাম বিরুদ্ধে যাচ্ছে তা মাথায় থাকতো কি না বলতে পারছি না, মনে হচ্ছে এমনিই গেয়ে উঠতাম, ভুল হচ্ছে জেনে শুনে বলেছিলাম বলে মনেও পরছে না, এর ফলে কি কুফর হবে? অনেক সময় এই কবিতার প্রসংসা ও করেছি, কিন্তু এই লাইনের বা ইসলাম বিরোধী কথা আছে তা তখন মাথায় ছিলো কি না তা পরিষ্কার হচ্ছে না, মনে হয় ছিলো না, এসবের ফলে কি কুাপর হবে?
১৪. কেও যদি বলে, এই শহরে আমার কেও নাই, বা "আমার কেও নাই" তাহলে কি তার বিবাহে সমস্যা হবে?
১৫. আমি বিভিন্ন জিনিস কুফরী কি না তা জানার জন্য পরে জেনে নিবো ভেবে ভুলে যাই,আজকেও অনেকগুলো ভুলে গেছি, আমার প্রতিদিন অনেক বার ই এরকম হয় তাই, পরে জেনে নিবো ভেবে জমা করি, এর ফলে লি আমার কুফর হবে?