১)বালতি বা মগে নাপাক পানি পড়লে ওই বালতি বা মগ কয়বার ধুতে হবে?কেউ বলে নতুন পানি দিয়ে একবার ধুয়ে ফেলে দিলেই পাক হবে আবার কেউ বলে বালতি না মগ তিনবার ধুতে হবে??
২)পূর্বে বালতি না মগ নাপাক হলে নাপাক পানি ফেলে দেওয়ার পর নতুন পানি দিয়ে বালতি/মগের চারপাশ খলিয়ে একবার ধুয়ে ওই পানি ফেলে দিতাম।এভাবে কি পাক হয়?এভাবে তিনবার না ধুয়ে নতুন পানি দিয়ে শুধু একবার ধোঁয়ায় কি এতদিনের গোসল অজু হয়েছে??