وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মান প্রদর্শন পূর্বক কাউকে বাবা বা মা বলে সম্বোধন করা জায়েয আছে।তবে কাউকে বাস্তবে বাবা-মার স্থান দিয়ে দেয়া বা নিজ পিতা-মাত ব্যতীত নিজেকে অন্যকারো সন্তান বলে পরিচয় দেয়া, আইডি কার্ড বা পাসপোর্টে নাম দেয়া কখনো জায়েয হবে না।এটা সম্পূর্ণই না জায়েয।
হাদীস শরীফে এসেছেঃ-
হযরত সা'দ রাযি থেকে বর্ণিত,তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি-
عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»
" যে ব্যক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় অথচ সে জানে যে, সে তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। "।
(সহীহ বুখারী, হাদীস নং- ৬৭৬৬)
হাদীসের সারমর্মঃ
যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে মেনে নয় বা অন্য কারও সাথে জন্মগত সম্বন্ধ প্রতিষ্ঠার দাবী করে তার জন্য জান্নাত হারাম। অন্য বর্ণনায় এসেছে, সে কুফুরী করল।
নিজ পিতা বা গোষ্ঠী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্টির দিকে নিজের নামকে সম্পৃক্ত করা সম্পূর্ণ না জায়েয।
হযরত আবু-যর রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُهُ إِلا كَفَرَ، وَمَنْ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ نَسَبٌ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত সেচ্ছায় অন্য কারো দিকে নিজের পিতৃত্ব কে সম্পৃক্ত করল,বা যে ব্যক্তি নিজে গোষ্ঠী ব্যতীত ভিন্ন কোনো গোষ্টি থেকে আপন বংশধারা সাব্যস্ত করল, সে যেন তার শেষ ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। (সহীহ বুখারী-৩৫০৮, সহীহ মুসলিম-৬১)
★সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী বোন!
প্রশ্নে উল্লেখিত ছুরতে জন্মনিবন্ধনে ঐ মেয়ের আসল বাবা মায়ের নামই উল্লেখ করতে হবে,দত্তক নেয়া দম্পত্তির নাম উল্লেখ করা জায়েজ হবেনা।
ঔষধ খেয়ে দুধ মা হলেও জন্মনিবন্ধনে দুধ বাবা-মায়ের পরিচয় দেয়া যাবেনা।
উল্লেখ্য দুধ মা হতে হলে ঐ মেয়ের ২ বছর বয়সের মধ্যেই দুধ পান করাতে হবে,সেক্ষেত্রে দত্তক নেয়া মহিলার স্বামীর মাহরাম বলে সাব্যস্ত হবে।
তবে ভাবে দুধ মা হলেও জন্মনিবন্ধনে দুধ বাবা-মায়ের পরিচয় দেয়া যাবেনা।
এটিই হলো শরীয়তের মাসয়ালা,এক্ষেত্রে শরীয়তের বিধান উপেক্ষা করে তারা যদি মেয়েটির জন্মনিবন্ধনে ঐ মেয়ের আসল বাবা মায়ের নাম উল্লেখ না করে নিজেদের নাম উল্লেখ করে,সেক্ষেত্রে তাদের গুনাহ হবে।