আসসালামু আলাইকুম, হুজুর।
কিছুদিন আগে আমি আমার স্ত্রীকে মেসেঞ্জারে বলি "তোমার সাথে আমি আর থাকতে পারব না"
এগুলো বলার সময় আমার মনের মধ্যে নিয়ত ছিল তালাকের।
মেসেজের স্ক্রিনশট দেখতে এখানে ক্লিক করুন প্লিজ।
এরপরেরদিন আমি সন্ধ্যার সময় একা একা বসে ছিলাম। মনের মধ্যে আসতেছিল, "জান্নাত কি তালাক নাকি?" তখন মুখ দিয়ে বলে ফেলি "হ্যা জান্নাত তো তালাক ই/জান্নাত তো তালাক ই" এদুটোর একটা। কিন্তু এখানে আমার তালাকের নিয়ত ছিল কি ছিল না সেটা অস্পষ্ট, যতদূর মনেহয় তালাকের নিয়তে এটা বলিনাই।
দ্বিতীয় বার বলি "জান্নাত তালাক" এসময় তালাকের নিয়ত ছিল।
এখন আমাদের কি তিন তালাক হয়ে গেছে?
মেসেঞ্জারে বলার পরেরদিন প্রথম যে কথাটা বলেছিলাম সেটা কি তালাক হিসাবে ধরা হবে?
এক বৈঠকে দুই তালাক যদি হয় ও, সেটাকে অনেকে এক তালাক ধরে নেন, এই মত অবলম্বন করে আবার বিবাহ করে আমরা থাকয়ে পারব?
যদি থাকতে পারি, একসাথে থাকার জন্য এখন কি কি করা লাগবে, প্লিজ জানাবেন। আমরা একসাথে থাকতে চাই, কোনোভাবে কি জায়েয হয়না এটা?
তালাক সরাসরি দেইনি একবার ও, আমি একা একা বলেছি, আর মেসেঞ্জারে যেটুকু হলো আরকি।