আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্নটি হচ্ছে, স্ত্রী যদি কোনো একটা জায়গায় ঘুরতে যেতে চায়, আর তখন স্বামী বলে যে, "ওই জায়গা তার পছন্দ না, সে অনেক আগেই ওই জায়গাকে তালাক দিয়ে দিয়েছে।" এই কথা শুনে শুনে স্ত্রী কাদতে শুরু করে। তখন স্বামী বলে যে, "আমি তো তোমাকে কিছু বলিনি, আমি তো ওই জায়গা টার কথা বলেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করে কথা বলবো না।"
এই কথোপকথনের কোনো অংশ দ্বারা কি কোনো সমস্যা হয়েছে? দয়া করে যদি জানাতেন।