আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
205 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (54 points)
এক বোনের প্রশ্ন,২

আসসালামুয়ালাইকুম। ইসলাম ধর্মে সন্তান দত্তক নেয়া জায়েজ নাই।এসব কিছু আমি জানি।আর আমার কোন সন্তান নাই তবুও আলহামদুলিল্লাহ।দশ বছর বিবাহিত জীবন।এখন আমি একটা বাচ্চার সন্ধান পেয়েছি।তারা একান্তই গরীব।ভিটেমাটিও নাই।পরপর চারটা মেয়ে হওয়াতে এবারের মেয়েটা তারা দত্তক দিয়ে দিবেন।এখন আমি যদি মেয়েটা দত্তক নিই তাহলে তো তার জন্ম নিবন্ধন বা পরিচয় তার নিজ মা-বাবার নামে করত হবে।তা আমি রাজি আছি কারন মেয়েটা একটা ভালো পরিবেশ পাবে আর ঐদিকে আমার ও একাকিত্ব দূর হবে।এখন সমস্যা হলো আমি আমার স্বামীর কাছে মানে দুবাই তে আমার যাওয়া আসা হয় সেক্ষেত্রে কি দত্তক নেয়া মেয়েটার জন্মনিবন্ধন বা পাসপোর্ট আমাদের নামে করতে পারব। সন্তান যখন বড় হবে তখন সে সবকিছু বিস্তারিত জানবে।প্লীজ দয়া করে কেউ আমাকে সাহায্য করুন। খুবই চিন্তিত আছি।

আরেকটা কথা দুধ মামা কি মাহরাম?উনি যদি মেয়েটার দুধ মাতা হতে পারে কিংবা তার হাসবেন্ডকে ওই বাচ্চার মাহরাম বানাতে পারে তবে কি তাকে নিয়ে যেতে পারবে?

1 Answer

0 votes
by (565,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
দত্তক নেয়া মেয়েটার জন্মনিবন্ধন বা পাসপোর্টে বাবা মায়ের নামের স্থানে তার আসল বাবা মায়ের নামই দিতে হবে।
আপনাদের নাম দেয়া যাবেনা।

আরো জানুনঃ-

(০২)
সুরা নিসার ২৩ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

حُرِّمَتۡ عَلَیۡکُمۡ اُمَّهٰتُکُمۡ وَ بَنٰتُکُمۡ وَ اَخَوٰتُکُمۡ وَ عَمّٰتُکُمۡ وَ خٰلٰتُکُمۡ وَ بَنٰتُ الۡاَخِ وَ بَنٰتُ الۡاُخۡتِ وَ اُمَّهٰتُکُمُ الّٰتِیۡۤ اَرۡضَعۡنَکُمۡ وَ اَخَوٰتُکُمۡ مِّنَ الرَّضَاعَۃِ وَ اُمَّهٰتُ نِسَآئِکُمۡ وَ رَبَآئِبُکُمُ الّٰتِیۡ فِیۡ حُجُوۡرِکُمۡ مِّنۡ نِّسَآئِکُمُ الّٰتِیۡ دَخَلۡتُمۡ بِهِنَّ ۫ فَاِنۡ لَّمۡ تَکُوۡنُوۡا دَخَلۡتُمۡ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ ۫ وَ حَلَآئِلُ اَبۡنَآئِکُمُ الَّذِیۡنَ مِنۡ اَصۡلَابِکُمۡ ۙ وَ اَنۡ تَجۡمَعُوۡا بَیۡنَ الۡاُخۡتَیۡنِ اِلَّا مَا قَدۡ سَلَفَ ؕ اِنَّ اللّٰهَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿ۙ۲۳﴾

তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শ্বাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা(তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 

হাদীস শরীফে আছে রাসূল সাঃ বলেছেন-

يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.

রক্তের (বংশীয়) সম্পর্কের কারণে যেসকল আত্মীয় মাহরাম হয়, দুধ-সম্পর্কের কারণেও (দুধমায়ের) সে সকল আত্মীয় মাহরাম হয়ে যায়। (সহীহ বুখারী, হাদীস ২৬৪৫)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
দুধ মামা মাহরাম।
সেক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া যাবে।
তবে কাগজ কলমে তার আসল বাবা মায়ের নাম ঠিক রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (54 points)
edited by

শায়েখ এটা যার প্রশ্ন ছিল উনি বলতেছেন পাসপোর্টে ওনার পরিচয় না দিলে তো তাকে নিয়ে যেতে এলাও দিবেনা সেক্ষেত্রে কি তিনি পাসপোর্টে ওনার আর ওনার হাসবেন্ডের নাম দিতে পারবেন?

আর জন্মনিবন্ধনে তার আর তার হাসবেন্ডের নাম দিলো কিন্তু সবাইকে বলল এটা আমার পালিত বাচ্চা তাহলে কি হবে.?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...