আমার মায়ের উপস্তিতিতে একজন কাজী সহ কাজী অফিসে মোট ৪ জন উপস্তিত ছিলাম আমরা। আমি ,আমার মা,কাজী ,পাত্রী। সেখানে বিবাহ পড়ানো হয়।কাজীর রুমের বাহিরে আমার ছোট বোন (বয়স১২/১৩) দাড়িয়ে ছিলো রুমের মধ্যে ছিলো না যেখানে বিবাহ পড়ানো হয়। আমার ছোট বোনের কাছ থেকে অনেকটা লুকিয়ে এই বিবাহ পড়ানো হয় এবং বিয়ের পরবর্তীতে তার কাছ থেকে গোপনে সাক্ষীর সাইন রাখা হয়েছে কিনা সেটা ও জানিনা । কাতার ফতোয়া বোর্ড এর বাংলাদেশী মুফতি শেখ ফরিদ সাহেব বলেছেন এই বিবাহ সঠিক হয়নি আবার বিয়ে পড়ানো লাগবে।