একটি প্রশ্ন করেছিলাম মুফতি ওলি উল্লাহ হুজুর বলেছিলেন যে কোন সমস্যা হবে না। আমি যা বুঝলাম উনার উত্তর থেকে সেটা বলার জন্য আজকে এই প্রশ্ন টা করলাম। আমি যা বুঝেছি হুজুরের উত্তর থেকে যে ,এটা কেনায়া বাক্য নয় ,এমনকি শরীয়তের কোন ভাষা নয় এবং এটা সমস্যা হওয়ার মত তেমন কোন কথা না । আমার প্রশ্ন হচ্ছে আমি কি ঠিক বুঝেছি ?
আগের প্রশ্নটা নিচে লিখলাম
নিচের কথাটি প্রশ্নের প্রথমে লিখেছিলাম পরে লিখাটি কেটে দিয়েছি
" প্রশ্নটি আমার নয় আমার পরিচিত এক ব্যক্তির"
কিন্তু সেখানে প্রশ্নের মধ্য নিজের কথাই লিখেছি এবং সেখানে বিয়ের কথা আছে ব্রাকেটের কথাটি (তখন লোকটি অবিবাহিত ছিলো।এরুপ ঘটনার অনেক পরে প্রায় ১৩/১৪ বছর পর বিবাহ করেছে লোকটি)। কিন্তু প্রস্নের শুরুতে সেখানে প্রথমে লিখেছিলাম যে প্রশ্নটি আমার নয় পরে লিখাটি কেটে দেওয়া হয়।প্রথমে পরিচয় গোপন রাখার চেষ্টা করেছিলাম প্রশ্নটি আমার নয় অন্য কোন ব্যক্তির মূলত প্রশ্নট আমার নিজের। লজ্জার কারনে পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম।এরুপ প্রশ্নের শুরুতে প্রথমে মিথ্যা লিখে এবং পরে সেই লিখাটি কেটে দেয়ার দরুন বিবাহিত জীবনে কোন সমস্যা হবে?
আগের প্রশ্ন লিংক এর ৩ নাম্বার প্রশ্ন
http://ifatwa.info/74100/