বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যাকে শেয়ার করেছিলেন,প্রথমে তাকে সেই গান ডিলিট করতে বলবেন।
এরপর সে যার কাছে শেয়ার করেছে,তার মাধ্যমে তাকেও গান ডিলিট করতে বলবেন।
এভাবে পরবর্তী ধাপেও শেয়ার করলেও তাদেরকেও ডিলিট করতে বলবেন।
এবং খালেস দিলে তওবা করবেন।
তাওবাহ কবুল হওয়ার জন্য শর্ত হল,অতীতের যাবতীয় কৃতকর্মের উপর লজ্জিত হয়ে ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বর্তমানে সে গোনাহকে পরিত্যাগ করা।এবং সাথে সাথে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া।
বর্তমানে আর কোনো গান শেয়ার করবেননা। এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প রাখবেন।
★প্রশ্নে উল্লেখিত ছুরতে যাদেরকে শেয়ার করেছিলেন,এবং তারা যাদের কাছে শেয়ার করেছিলো সকলকে ডিলিট করার কথা যদি বল থাকেন, শতচেষ্টার পরও যদি তাদের দ্বারা ডিলেট করানো সম্ভব না হয়,তাহলে এর দায়ভাড় আপনার উপর বর্তাবে না।
কেননা আল্লাহ তা'আলা সামর্থ্যর অধিক দায়িত্ব কাউকে দেননা।
আল্লাহ তা'আলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে।(সূরা বাকারা-১৮৬)