ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1281
তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4429
নিজের স্থায়ী বাড়ী ব্যতিত অন্য কথাও বসবাসের সময় স্থায়ী ভাবে বসবাসের নিয়ত না করলে সেটা ওয়াতানে আসলী হবে না।বরং ওয়াতানে ইকামত হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/107
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুন্সিগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ৭৭ কিলো সমপরিমাণ হয়, তাহলে তো এটা সফর সমপরিমাণ দূরত্ব। আপনি যদি হলে থাকেন, এবং কোনো এক সময় একাধারে ১৫ দিন অবস্থান করে নেন, তাহলে পরবর্তীতে আপনি ঢাকা ভার্সিটিতে মুকিম থাকবেন।একদিন দুইদিন বা একঘন্টা দুই ঘন্টার জন্য সেখানে আসলেও আপনি মুকিম হিসেবে বিবেচিত হবেন।