আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (31 points)
আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন?

১/নিসাব পরিমান সম্পদ থাকার পরে যদি কেউ সেই সম্পদের অর্ধেক অন্য কাওকে ধার দেয় (যেমন মনে করুন,৫০ হাজার টাকা হচ্ছে নিসাব পরিমান সম্পদ আর ২৫ হাজার টাকা অন্য জনকে ধার দিয়েছে আর তার নিজের কাছে ২৫ হাজার আছে)তাহলে কি ওই অর্ধেক নিসাব পরিমান সম্পদের জাকাত দিতে হবে?

২/যদি আমার কাছে ৭.৫ ভোরি সোনা থাকে আর আমি যদি তার জাকাত দিয়ে দেই তাহলে কি পরের বছর আবার ওই ৭.৫ এর জাকাত দিতে হবে?অর্থাৎ একই সম্পদের জন্য কি বার বার জাকাত দিতে হবে নাকি একবার দিলেই হবে?

৩/নিসাব পরিমাণ সম্পদ কি ১ বছর মালিকানাতে থাকতে হবে?

৪/বাড়িঘড়,গাড়ি,মোবাইল এইসব জিনিসেরও কি জাকাত দিতে হবে?

৫/শস্য বস্তুর জাকাত কিভাবে দিতে হয়? যেহেতু শস্য গুলো ১ বছর মালিকানায় থাকেনা।

৬/প্রয়োজনীয় বস্তুর অতিরিক্ত বস্তু বলতে কি বুঝায়?

1 Answer

0 votes
by (588,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
নিসাব পরিমান সম্পদ থাকার পরে যদি কেউ সেই সম্পদের অর্ধেক অন্য কাওকে ধার দেয় (যেমন ৫০ হাজার টাকা হচ্ছে নিসাব পরিমান সম্পদ আর ২৫ হাজার টাকা অন্য জনকে ধার দেয় হয়েছে, এবং নিজের কাছে ২৫ হাজার আছে)তাহলে সম্পূর্ণ টাকা উপর যাকাত আসবে।আপাতত ২৫ হাজারের যাকাত দিতে হবে, এবং বাকী ২৫ হাজার উসূল হওয়ার পর সেই টাকা যাকাত দিতে হবে।অথবা চাইলে উসূল হওয়ার আগেও দেয়া যেতে পারে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1483

(২)যদি কারো কাছে ৭.৫ ভোরি সোনা থাকে, এবং সে  তার জাকাত দিয়ে দেয়, তাহলে পরের বছর আবার ঐ ৭.৫ ভড়ি স্বর্ণের যাকাত দিতে হবে। অর্থাৎ যতদিন ঐ সম্পদ থাকবে, ততদিনই যাকাত দিতে হবে।

(৩) নিসাব পরিমাণ সম্পদ ১ বছর মালিকানাতে থাকতে হবে।

(৪) বাড়ি ঘড়,গাড়ি,মোবাইল এইসব জিনিসের জাকাত দিতে হবে না।

(৫)শস্য বস্তুর যাকাত দিতে হবে না।তবে উশর দিতে হবে। এগুলো এক বৎসর হাতে থাকা জরুরী নয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219

(৬)প্রয়োজনীয় বস্তুর অতিরিক্ত বস্তু বলতে যেই জিনিষের না হলেই নয়। অর্থাৎ যা অতি জরুরী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...