বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত।
أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ إِنَّمَا الشُّؤْمُ فِيْ ثَلَاثَةٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি যে, তিনটি জিনিসে অকল্যাণ আছেঃ ঘোড়ায়, নারীতে ও বাড়িতে। (সহীহ বুখারী-২৮৫৮)
উক্ত হাদীসের অর্থ হল, কুলক্ষণকে দূর করা। কুলক্ষণের আকিদা থেকে মানুষকে ফিরিয়ে রাখা। অর্থাৎ রাসূল সাঃ এর উদ্দেশ্য হল, যদি অকল্যাণ নামের কিছূ থাকতো , তাহলে এই তিনটি জিনিষে থাকতো। অথচ ইসলামে অকল্যাণ বলতে কিছু নাই। যেমন পরবর্তী হাদীস পূর্বের হাদীসের ব্যখ্যা করছে।
সাহল ইবনু সা‘দ সা‘ঈদী (রাঃ) হতে বর্ণিত যে,
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنْ كَانَ فِيْ شَيْءٍ فَفِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالْمَسْكَنِ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যদি কোন কিছুতে অকল্যাণ থেকে থাকে, তবে তা আছে নারী, ঘোড়া ও বাড়িতে।(সহীহ বুখারী-২৮৫৯) (৫০৯৫) (মুসলিম ৩৯/৩৪ হাঃ ২২২৬, ) (আধুনিক প্রকাশনীঃ ২৬৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৬৫৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কবুতর আল্লাহর হুকুমেই মারা গেছে, এখানে সুলক্ষণ বা কুলক্ষণের কিছু নাই।