কেউ যদি স্বপ্নে (প্রায়ই)দেখে সে নন মাহরামের সাথে সাক্ষাৎ করছে,তার পর্দা রক্ষা হচ্ছেনা,বেপর্দায় আছে,পর্দা ছুটে যাচ্ছে,দ্বীন পালন করছেনা, দ্বীন রক্ষা করতে পারছেনা।দ্বীনের কিছু অংশ ছুটে যাচ্ছে। এরজন্য সেই ব্যক্তিটা স্বপ্নেই হয়তো ভয় পাচ্ছে কারণ তার দ্বীন ছুটে যাচ্ছে।কখনো হয়তো সে স্বপ্নে দেখেছে সে সাধারণভাবেই ❝বেদ্বীন ❞ জীবনযাপন করছে আবার কখনো দেখেছে তার দ্বীন ছুটে যাওয়া বা পর্দা ছুটে যাওয়া নিয়ে সে ভয়ে আছে।আজও স্বপ্নে দেখে সে তার ঘরে পর্দা করতে পারছেনা। সে গরম হয়ে যায়,কান্নাও করে বোধহয়।এরপর বলে আমি ঘরে থাকব না এমনটাইপ কিছু কথা বলে।কিন্তু ❝বাস্তবে❞ ব্যক্তিটি এমন না।এমন করতেও চায়না।এই স্বপ্নটার ব্যাখ্যা কি হতে পারে?