আসসালামু আলাইকুম,
আমি প্রশ্রাব করে ভালো করে ধুয়ে পবিত্র হওয়ার পরো মনে হয় যে ফোটা ফোটা প্রশ্রাব বের হচ্ছে। বিশেষ করে, নামাজের আগে যখন প্রশ্রাব করে ওযু করে নামাজে দাড়াই, সিজদাহ তে যাওয়ার সময় নিচে প্রেসার পরে, তরপর মনে হয় প্রশ্রাবের ফোটা বের হয়েছে।
আর এটি পুরোপুরি সন্দেহ নয়, এরকম মনে হওয়ার পর আমি চেক করে দেখি আসলেই বের হয়েছে, আবার মাঝে মাঝে এরকম মনে হওয়ার পরো বের হয় না।
আমি প্রশ্রাব থেকে পবিত্র হওয়ার সময় লজ্জাস্থানের নিচে প্রেসার দিই যেনো যতটুক অংশ বাকি থাকে, সেই ফোটাগুলো বের হয়ে যায়। কিন্তু এই পদ্ধতি সবসময় কাজ করে না। এরকম করার পরও মাঝে মাঝে প্রশ্রাবের ফোটা বের হয়।
এমতাবস্থায় কি করা উচিত আমাকে পরামর্শ দিবেন। মাঝে মাঝে ১/২ টা কাপড়ও চেঞ্জ করা লাগে, অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্রাবের ফোটা বের হওয়ার কারণে। ওযু করার সময় যখন পা ধুয়ার সময় পা উপরে তুলি, তখনও এটি হয়।
আমার করণীয় কি, এবং নামাজরত অবস্থায়ও যখন স্পষ্টই মনে হয় ফোটা বের হয়েছে তখন কি করণীয়।