আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহী ওয়া বারকাতুহ্
১. আমার এক আত্মীয়ার স্বামী তিন বছর আগে মারা গিয়েছেন। তার তিনটি নাবালক সন্তান রয়েছে। স্বামীর অসুস্থতার সময়ে এবং পরবর্তীতে ধার-দেনা শোধ করার জন্য যেটুকু গহনা ছিল তা বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তিনি একটি মাদ্রাসায় সামান্য বেতনে চাকরি করছেন। তার ব্যাংকে কোনো টাকা জমা রাখা নেই, কোনো স্বর্ণালঙ্গার নেই। কিছু জমি আছে কিন্তু তা থেকে অতি সামান্য আয় হয় যা প্রায় না হওয়ার মতো।
সেই আত্মীয়াকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি?
২. আরেকজন আত্মীয়া, তার বাবা মা প্রায় ১০ বছর আগে মারা গিয়েছেন। স্বামী-সন্তান নিয়ে বেশ সচ্ছলভাবেই কাটাচ্ছেন। যাকাতযোগ্য সম্পদ থাকা সত্ত্বেও তিনি যাকাত আদায় করেন না।
তার একজন প্রতিবন্ধী ভাই আছে। তার সাথেই থাকেন। বাবা-মা এই ভাইয়ের নামে যা সম্পদ রেখেছিলেন ভাইকে না দিয়ে তিন বোন তা ভাগ করে নিয়ে গিয়েছে।
এখন সেই ভাইটিকে যাকাত দেওয়া যাবে কি? (যদি দেওয়া যায় তো উনি যেই বোনের সাথে থাকেন তার কাছে যাকাতের টাকা পৌছানো হবে)
৩. ডায়মন্ড, মনি, মুক্তা অর্থাৎ সোনা-রূপা ব্যতীত অন্যান্য অলংকারের যাকাত আদায় করতে হবে কি?
জাযাকুমুল্লহু খইরন।