আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
195 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
edited by
হযরত,
আমি চায়না থেকে সোফার কাপড় ইমর্পোট করি এবং তারপর হোলসেল করি। চায়নার থেকে কাপড় আসার পর এক লটের সব আমি যেকোনো একজন ক্রেতার সাথে চুক্তি করি যে সে সব মাল আমার কাছ থেকে কিনবে, একটা রেট ফয়সালা হয় । সব মান আমার গোডাউনে থাকে । ধরেন এক লটের মালের মূল্য হলো ৬০ লাখ টাকা, কথা হয় এমন যে ক্রেতা এই ৬০ লাখ টাকার মাল আগামী ৩/৪ মাসে আমাকে প্রতি সপ্তাহে পেমেন্ট করবে আর যখন যে মাল লাগবে আমার গোডাউন থেকে নিয়ে যাবে, কিছু ক্রেতার সাথে এই চুক্তি মৌখিক হয় আবার কিছু ক্রেতা থেকে আমি পুরো ৬০ লাখ টাকার চেক নিয়ে নেই নিরাপত্তার সার্থে যদিও মাল আমার গোডাউনে থাকে। সে প্রতি সপ্তাহে পেমেন্ট করে / চেক পাশ করায় আর যখন যে মালের দরকার হয় নিয়ে যায়, এক্ষেত্রে মাঝে মাঝে মাল কম যায় টাকা বেশি দেয়া থাকে মাঝে মাঝে মাল বেশি যায় টাকা কম দেয়া থাকে । এই চুক্তির ক্ষেত্রে বেশির ভাগ সময় সব টাকা পাওয়া যায় তবে এমনও হতে পারে পেমেন্ট সঠিক ভাবে না পাওয়ার কারনে ঐই ক্রেতার সাথে আমরা চুক্তি বাতিল করে কত টাকার মাল নিয়েছে কত টাকা দিয়েছে হিসাব করে ফেলতে হয়।     ( যদিও এমন কথা চুক্তির সময় বলা হয় না, পরবর্তিতে পেমেন্ট বনিবনা না হলে এমন হতে পারে, আমার সাথে এখনও এমন হয়নি তবে অনেকের সাথে হয়েছে)

১. এখন আমি যখন যাকাত হিসাব করবো তখন কি আমার গোডাউনে যত অবশিষ্ট  মালের মূল্য পরিশোধ করেন সেগুলোর ক্রয় মূল্য ধরে আমার স্টক সম্পদ হিসাব করবো নাকি বিক্রয়মূল্য ধরে হিসাব করবো

২. যাকাত হিসাব করতে আমি কি আমার কর্মচারী বেতন এবং অফিস/গোডাউন ভাড়া আগামী ১ বছরের পরিমান বাদ দিতে পারবো ?

1 Answer

0 votes
by (559,530 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম 


হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُّ لِلْبَيْعِ. رَوَاهُ أَبُو دَاوُد

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ের জন্য তৈরি করা মালপত্রের যাকাত আদায়ের হুকুম দিতেন।
(আবূ দাঊদ ১৫৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৫৯৭।

عن الحسن فى رجل اشترى متاعا فحلت فيه الزكاة؟ فقال: يزكيه بقيمته يوم حلت (المصنف لابن أبى شيبة-6\526، رقم-10559)
সারমর্মঃ-
কোনো ব্যাক্তি ব্যবসায়ীক সামানা ক্রয় করেছে,তার উপর কি যাকাত আসবে? হাসান রহ: জবাবে বলেছেন যে সে যাকাত প্রদান করবে যাকাত প্রদানের দিনের মুল্য ধরে। 

عن ابن جريج قال: سمعت أنا أنها قيمة العروض يوم تجرح زكاته (مصنف عبد الرزاق، كتاب الزكاة، باب الزكاة من العروض-4\97، رقم-7105)
সারমর্মঃ-
ব্যবসায়ীক সামানার ক্ষেত্রে যাকাতের টাকা বের করার দিনের মুল্য অনুযায়ী হিসাব করে যাকাত প্রদান করতে হবে।

হস্তগত যেসব ব্যবসায়িক পণ্য রয়েছে। তা এখন বিক্রি করতে গেলে যে বিক্রয়মূল্য আছে, তা হিসেব করে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করবে। চাই তা মূল মূল্য বা ক্রয়মূল্যের চেয়ে কম বা বেশি হোক।

যেমন, আপনার কাছে সোফার কাপড় আছে। যার সমূদয় কাপড়ের মূল মূল্য ২ লাখ টাকা। আর ক্রয় করেছে দেড় লাখ টাকায়।
কিন্তু এখন বিক্রি করতে গেলে তার বাজারমূল্য চার লাখ টাকা।
তাহলে আপনার উপর চার লাখ টাকা থেকে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা যাকাত আদায় করে দিতে হবে।
এ হিসেবে চার লাখ টাকার যাকাত আসবে দশ হাজার টাকা।

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
আপনি বিক্রয়মূল্য ধরে হিসাব করবেন।

এক্ষেত্রে পাওনা টাকার যাকাত এখনই দিতে হবেনা।
এ টাকা উসুল হওয়ার পর এটাকার যাকাত দিতে হবে।

(০২)
আপনি আপনার কর্মচারী বেতন এবং অফিস/গোডাউন ভাড়া আগামী ১ বছরের পরিমান বাদ দিতে পারবেননা,শুধু যাকাত ফরজ হওয়ার মাসের বেতন,ভাড়া বাদ দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...