আসসালামু আলাইকুম, মুহতারাম। আমি ছোটোবেলা থেকেই টাকা জমাই, সেই ক্লাস ফোর ফাইভ থেকে। এভাবে জমাতে জমাতে এই সময় ৫০/৬০ হাজার টাকা হয়ে যায়। আমার টাকা আম্মুর কাছে থাকতো। তিনি সেখান থেকে নিয়ে খরচ করতেন। এক সময় টাকাগুলো শেষও হয়ে যায়। তবে আম্মু বলেছেন টাকাগুলো আমাকে ফেরৎ দিবেন। কবে দিবেন জানেন না। বলেছেন আমি যদি মারা যাই তবে আমার রিটায়ার্ডের টাকা থেকে নিয়ে নিস। তবে তিনি মারা গেলে আমি লজ্জায় তা বলতে পারবো না, কারন সবাই আমার জন্য এত করেছে, আমার পড়াশোনার পেছনে কত টাকা খরচ করেছে। তাই সেই টাকাগুলো পাওয়া অনিশ্চিত। এখন, আমি কত সালে কত টাকা সঞ্চিত করেছিলাম তা ভুলে গেছি। কারন আমি জানতাম যাকাত শুধু সাড়ে সাত ভরি সোনা থাকলেই ফরজ হয়। কিন্তু এখন জানলাম রূপার দাম অনেক কম। এখন ৫০ হাজার টাকা মতো থাকলেই যাকাত ফরজ হয়ে যায়। যেহেতু আমি টাকা আগে থেকে জমাচ্ছি তাই তখন রুপার দামও কম ছিলো, তখন হয়তো ২৫ হাজারেই নিসাব হয়ে যেতো। এখন আমার কী করনিয়? আমার বয়স ২১ বছর চলছে। আমার কি আগের সব যাকাত দিতে হবে? দিতে হবে কীভাবে দিবো? আরও কোনো তথ্য প্রয়োজন হলে বলবেন। আমি ঋনগ্রস্থ হয়ে আল্লাহর সামনে দাড়াতে চাই না। উল্লেখ্য, আমি টাকাগুলো একটা বাক্সে রাখতাম। বাক্সটা আম্মুর কাছে থাকতো। তিনি সেখান থেকে আমাকে বলে/ না বলে নিতেন, আবার দিয়ে দিতেন। সবশেষ কোনো একটা কাজে পুরোটাই নিয়েছিলেন, কবে নিয়েছিলেন তার হিসেব রাখি নি। যেহেতু আম্মু নিয়েছিলেন তাই।
আমার যদি যাকাত দিতে হয় তবে পরিমানটাও বলে দিবেন দয়া করে।