আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন
হুজুরের কাছে একটা প্রশ্ন ছিলো
প্রশ্নটা হলো,, আমার বাড়ির কারও সাথে আমার মিলেনা,আমি বাড়িতে জদি অন্যায়ের বা যে ধরনের কাজ, কথাবার্তা বললে অশান্তি হয় সেই সব কথা বলতে না করি তাহলে বাড়ির সবাই আমার সাথে রাগারাগি করে,ঝগড়া করে,আমি ভালো কথা বললেও আমার সাথে এমন করে,ইসলামের জ্ঞান দিয়ে কথা বললেও আমার সাথে এমন করে,মাঝে মাঝে মনে হয় দুনিয়া থেকে চলে যাই।
আমি এখন কি করতে পারি?
আমি এখনো অবিবাহিত, যদি বলি বিয়ার পরে বাড়িতে থাকবোনা কেননা বাড়ির মানুষের সাথে আমার মিলেনা
তখনও আমার সাথে রাগারাগি করা হয়,অর্থাৎ সব বিষয় নিয়েই রাগারাগি করে।
আমি কি করতে পারি এখন