আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ
দুজন সাবালক ছেলেমেয়ের উভয়ের পূর্ণ সম্মতিতে বিয়ে হয়েছে কোটে
প্রথমে আলেমের মাধ্যমে পরে কোটে অন্যান্য কাগজ পত্র প্রস্তুত করা হয়
সেই বিয়েতে মেয়ের পক্ষ থেকে মেয়ের ভাই এবং বাবা আর ছেলে পক্ষ থেকে ছেলে এবং চাচাতো ভাই উপস্থিত ছিল।
এখন প্রশ্নঃএই বিয়ে কি সম্পূর্ণ সঠিক হয়েছে??
একটা ছেলের প্রথম স্ত্রী এবং ছেলের পরিবারের কয়েকজন মিলে তাদের ছেলেকে দিয়ে জোরজবরদস্তি,ব্ল্যাকমেইল করে তার দ্বিতীয় স্ত্রীর কাছে ডিভোর্স পেপার পাঠাতে চায় কিন্তু ছেলেটা সজ্ঞানে স্বইচ্ছায় এই পেপার দিতে চায় নাই,
এখন ছেলেটা তার দ্বিতীয় স্ত্রীকে আবার ফিরে পেতে চায়
এখন প্রশ্নঃ এখন স্ত্রী যদি স্বামী কাছে ফিরে যায় এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি বৈধ হবে?