আসসালামু আলাইকুম,
তালাকের মাসালা পড়ে সন্দেহ থেকে প্রশ্ন।
আমি হয়তো অতিতে মাঝেমধ্যে কোন কথায় শর্ত দিয়েছিলাম,,,,,কিন্তু শর্তের মধ্যে ডিভোর্স দিয়ে দেওয়ার শব্দ লিখেছিলাম নাকি তা নিশ্চিত ভাবে এবং সঠিক ভাবে কিছুই মনে নাই। (মন বলতাছে লিখি নাই) তারপরও কেমন যেনো সন্দেহ মনে হচ্ছে।
তালাকের মাসালা পড়ার পড় মনের ভিতর সন্দেহ ঢুকছে যে অতীতে কখোনো কি শর্ত সহ ডিভোর্স দেওয়ার কথা কি লিখেছিলাম নাকি।
এরকম সন্দেহ আর ওয়াসওয়াসাতে কি কোন সমস্যা হবে?
অতিতের কোন কথা মনে না থাকলে তাতেও কি কোন সমস্যা হবে?