আসসালমুআলাইকুম হুজুর,
আমি মারাক্তক ওয়াসওয়াসা রুগী। ও মানসিক রুগী।
১. আমার মনে হচ্ছে , হিন্দু ধর্ম ভালো , পূজো করা ভালো। ইত্যাদি সব মনে হচ্ছে, মনে হচ্ছে এইটা ভালো , ওইটা ভালো । কিন্তু আল্লাহ কসম আমি এই গুলো কে সব ঘৃনা করি । কিন্তু মনে মনে এমন হচ্ছে দিয়ে আমার ভয় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবে । আল্লাহ কসম মুখে কিছু উচ্চরণ করছি না । মনে মনে এমন হচ্ছে এর জন্য কি ঈমান চলে যাবে??
2. কাও কে দেখলে মনে হচ্ছে কাফের মনে মনে হয়ে যাচ্ছে। আল্লাহ কসম হুজুর , আমি মুখে উচ্চরণ করছিনা । আমার মনে মনে হয়ে যাচ্ছে। আমি মন কে কন্ট্রোল করছি। কিন্তু আমি মুখে উচ্চরণ করিনি। আমার ঈমান ঠিক আছে তো হুজুর??
৩. একজন অন্য গ্রাম থেকে আমাদের গ্রাম এ নামাজ পড়তে এসেছে। তাকে নিয়ে উল্টো পাল্টা খারাপ মন্তব্য মনে মনে হয়ে যাচ্ছে। মন কে বুঝিয়ে রাখছি। কিন্তু মাঝে মাঝে হয়ে যাচ্ছে । আল্লাহ কসম আমি মুখে উচ্চরণ করিনি। এর জন্য কি ঈমান চলে যাবে??