আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
Assalamualaikum Wa rohmatullohi wa barokatuh
১. চোখে ড্রপ দিলে তো রোযা ভঙ্গ হয় না,  এখন আমার ফ্রেন্ড চোখে ড্রপ দেয়ার পর ওর নাকে আর গলায় তিতা তিতা লাগে।এইটা এমন না যে সাথে সাথে লাগে অনেকক্ষন পরে যেয়ে ওর এমন লাগে।যেমন ওইদিন একদিন পরে যেয়ে ওর তিতা লেগেছিল তখন রোযা অবস্থায় ছিল,,ও মুখ দিয়ে  আনার ট্রাই করেছে কিছু আসেনি। ওর কি রোযা হবে?

২.রক্ত দিলে কি রোযা ভাঙবে? আমার ফ্রেন্ড ব্লাড টেস্ট করার জন্য রক্ত দিতে হবে এতে কি রোয়া ভাঙবে? আবার যদি কারো রক্তের প্রয়োজন হয় আমি যদি তাকে রক্ত দিই তাহলে কি রোযা ভাঙবে?

৩.আমার ফ্রেন্ড অনেকটা রেগে গিয়ে ওয়াদা করেছে যে রাত 11 টার আগে রাতের সব যিকির আযকার করবে, প্রয়োজন ছাড়া ফোন ধরবেনা,ঘুম আসলে ঘুমাবে,  ঘুম না আসলে পড়বে। এখন ও এই ওয়াদা পূরণ করতে পারছেনা,এখন ওর কি এই ওয়াদা পূরণ করা লাগবে নাকি কাফফারা দিতে হবে? কাফফারা দিলে কিভাবে দিবে?

৪.আমি ইশারের সালাত কাযা করেছিলাম শুধু ফরজ আর বিতর পড়েছিলাম আমার নামায হবে?

1 Answer

0 votes
by (575,580 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
রোযা অবস্থায় চোখে ড্রপ দিলে এদ্বারা রোযার কোন ক্ষতি হবে না। তবে সতর্ক থাকতে হবে যেন গলার ভিতরে ঔষধ প্রবেশ না করে।

এমনিতে চোখে অষুধ দেবার কারণে গলায় তিতা অনুভূত হবার দ্বারা রোযা বিনষ্ট বা মাকরূহ হবে না।

وأما إذا اكتحل أو أقطر بشيئ من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد طعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3\379، رقم-4630)
সারমর্মঃ
কেহ যদি চোখে সুরমা দেয়,বা ঔষধ এর ফোটা চোখে প্রবেশ করায়,তাহলে আমাদের নিকটে রোযা ভেঙ্গে যাবেনা।    

বিস্তারিত জানুনঃ 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরণ মতে আপনার সেই ফ্রেন্ডের রোযা হবে।

(০২)
হাদীস শরীফে এসেছেঃ  
আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-

ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুতরাং রক্ত দিলে রোযা ভাঙবেনা।আপনার ফ্রেন্ড ব্লাড টেস্ট করাবে,এর জন্য রক্ত দিতে হবে এতে রোয়া ভাঙবেনা।

আবার যদি কারো রক্তের প্রয়োজন হয় আপনি যদি তাকে রক্ত দেন,তাহলে রোযা ভাঙবেনা।

(০৩)
উক্ত ওয়াদা পূরন না করলেও কোনো সমস্যা হবেনা।
কোনো কাফফারা দিতে হবেনা।

(০৪)
হ্যাঁ, আপনার নামাজ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...