Assalamualaikum Wa rohmatullohi wa barokatuh
১. চোখে ড্রপ দিলে তো রোযা ভঙ্গ হয় না, এখন আমার ফ্রেন্ড চোখে ড্রপ দেয়ার পর ওর নাকে আর গলায় তিতা তিতা লাগে।এইটা এমন না যে সাথে সাথে লাগে অনেকক্ষন পরে যেয়ে ওর এমন লাগে।যেমন ওইদিন একদিন পরে যেয়ে ওর তিতা লেগেছিল তখন রোযা অবস্থায় ছিল,,ও মুখ দিয়ে আনার ট্রাই করেছে কিছু আসেনি। ওর কি রোযা হবে?
২.রক্ত দিলে কি রোযা ভাঙবে? আমার ফ্রেন্ড ব্লাড টেস্ট করার জন্য রক্ত দিতে হবে এতে কি রোয়া ভাঙবে? আবার যদি কারো রক্তের প্রয়োজন হয় আমি যদি তাকে রক্ত দিই তাহলে কি রোযা ভাঙবে?
৩.আমার ফ্রেন্ড অনেকটা রেগে গিয়ে ওয়াদা করেছে যে রাত 11 টার আগে রাতের সব যিকির আযকার করবে, প্রয়োজন ছাড়া ফোন ধরবেনা,ঘুম আসলে ঘুমাবে, ঘুম না আসলে পড়বে। এখন ও এই ওয়াদা পূরণ করতে পারছেনা,এখন ওর কি এই ওয়াদা পূরণ করা লাগবে নাকি কাফফারা দিতে হবে? কাফফারা দিলে কিভাবে দিবে?
৪.আমি ইশারের সালাত কাযা করেছিলাম শুধু ফরজ আর বিতর পড়েছিলাম আমার নামায হবে?