আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
200 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (6 points)
শাইখ,আই ফতোয়াতে মাসে ৪ টির বেশি প্রশ্ন করা যাবে না জানি। কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে। যদি ৪ টির বেশী প্রশ্ন করি তাহলে কি হক নষ্ট করা হবে?৪ টির বেশী প্রশ্ন করতে পারব?

আমাতুল্লাহর প্রশ্ন,উত্তরগুলো জানাবেন ইন শা আল্লাহ।
১.আমার সোনার গহনা আছে যেটার মূল্য ৩০-৪০ হাজার টাকার মতো হতে পারে।একবছর হয়নি এমন কিছু গহনা আছে যেটার মূল্য ১৫০০০ এর মতো হবে।আমার কি যাকাত দিতে হবে?আমার ফিতরা দিতে হবে?

২.আম্মুর সোনার গহনা রয়েছে যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৮৫ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে। এছাড়া নানাভাই আম্মুকে জমি দিয়েছে সেটা আছে৷ আম্মুর যাকাত দিতে হবে?দিতে হলে কতটুকু পরিমাণ কি দিতে হবে?

আম্মুকে কতটুকু ফিতরা দিতে হবে?কতটাকা দিতে হবে?বাংলাদেশ থেকে জন প্রতি ১০০৳ করে ফিতরার কথা বলেছে এটা কি ঠিক? বিস্তারিত জানাবেন ইন শা আল্লাহ।
৩.একজন উপার্জনক্ষম পুরুষের কি পরিমাণ নগদ টাকা থাকলে যাকাত দিতে হবে এবং কতটুকু যাকাত দিতে হবে?

৪.একজন উপার্জনক্ষম পুরুষের কি পরিমাণ জমি বা সম্পদ থাকলে যাকাত দিতে হবে এবং কতটুকু যাকাত দিতে হবে?

৫.কারো থেকে ইলম নিতে হলে তার কিছু জিনিস পছন্দ না হলে কি করণীয়? যেমনঃ অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর ইন্সট্রাক্টর হিসেবে পশ্চিমা দেশে বাস করেন,মডারেট মুসলিম টাইপ এমন মানুষ আছেন।তাদের থেকে কোন কিছু না নেয়া ভালো? আমার নিতে ইচ্ছে করে না। আবার এমন ও আছে অনেকে আলেমদের পেছনে পড়ে থাকেন কিছুটা গীবত করার মতো তাদের ও পছন্দ না। এদের থেকে কিছু শেখা যাবে?আমি অপছন্দ করি এতে কি গুনাহ হবে?

একজন আলেমা ডিরেক্ট বলে দেন,যে ইলম অনুযায়ী আমল করে না সে আলেম না। আবার আমারও এমন আলেম কাউকে সুন্নাহর প্রতি গাফেল দেখলে খারাপ লাগে৷ একদিক ঠিক তো অন্য দিক ঠিক না৷ এতে তাদের অপছন্দ করি যে কেমন আলেম সুন্নাহ মানে না ইত্যাদি ইত্যাদি। এতে কি আমার গুনাহ হবে?

আলেম বলতে উনারা দাওরায়ে হাদিস পাস।কিন্তু হাদিসে আছে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম।অনলাইনে আলেম পরিচয়ে কিছু মানুষ রয়েছে যাদেরকে আমি ইলম অনুযায়ী পাইনি,সুন্নাহর প্রতি গাফেল দেখেছি। তাদের আমার ভালো লাগে না। উনাদের অপছন্দ করার কারণে আমার গুনাহ হবে?

এ বিষয়ে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন হুজুর ইন শা আল্লাহ।
৬.

আমি স্বপ্নে দেখেছি আমার একটি কন্যা সন্তান হয়েছে এবং তার নাম রেখেছি মারইয়াম সামা পাটোয়ারী।বলা যায় এক প্রকার ইংগিত দেয়া যে আমার মেয়ের নাম মারইয়াম সামা পাটোয়ারী যেন রাখি। উল্লেখ্য পাটোয়ারী আমাদের মানে পিতার বংশের টাইটেল।আমি অবিবাহিত, এই স্বপ্নটির ব্যাখ্যা নিয়ে জানতে চাচ্ছিলাম ইন শা আল্লাহ।

৭.আমার সাথে একজন আলেমের বিবাহের কথা চলছিলো।উনাকে নিয়ে আমি অনেকবার স্বপ্ন দেখেছিলাম।প্রতিটি স্বপ্ন ই ভালো ছিলো। একবার এমন ও দেখেছিলাম যে পাত্র পাত্রীকে যা প্রশ্ন করছে উনি আমাকে তাই করছে।স্বপ্নগুলো ভালো ছিলো কিন্তু বিবাহের কথা চলার পর উনি আমাকে রিজেক্ট করেছেন।রিজেক্ট করার পর স্বপ্ন দেখি উনার বোন তার ভাইয়ের মানে সেই আলেমের সাথে আমার বিয়ের জন্য আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছেন।

এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে হুজুর?

৮.একজন আলেমকে যেহেতু সাধারণ মানুষ অনুসরণ করে তাই তার সবকিছু করা মানায় না বা তাকে সুন্দর করে চলতে হবে কেননা তার থেকে মানুষ শিখবে।আলেমকে জায়েযের উপর আমল করলে চলবে না তাকে তাকওয়া দেখতে হবে। এই কথাগুলো ঠিক আছে?
৯.রোযা রেখে মুখে সানস্ক্রিন দিলে সেই সানস্ক্রিনের এত ঘ্রাণ যে তা নাকের ভেতর প্রবেশ করে মনে হয় যেন গলা,পেটে চলে যায়।সানস্ক্রিন অনেক সুগন্ধি যুক্ত। রোযা অবস্থায় এটি দিলে রোযা ভেঙে যাবে?

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত শুধুমাত্র মালে নামী তথা ক্রমবর্ধমান মালের উপর ওয়াজিব হয়।
মালে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়তে থাকে,সেগুলো সর্বমোট চার প্রকার,(১)সোনা(২)রুপা(৩)ব্যবসার মাল(৪)গবাদি পশু
এগোলো কে যেহেতু শরীয়ত বাড়ন্ত মাল বলে আখ্যা দিয়েছে,সুতরাং এগুলো বাড়ন্ত মাল।বাস্তবে সবগুলো বাড়ুক বা নাই বাড়ুক।

মালে গায়রে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়ে না।উপরোক্ত মাল ব্যতীত সবগুলোই অবাড়ন্ত।যেমন-স্থাবর সম্পত্তি এবং নিজ প্রয়োজনে ক্ররিদকৃত গাড়ী আসবাবপত্র ইত্যাদি।
বিস্তারিত দেখতে ভিজিট করুন-https://www.ifatwa.info/864
যাকাত সম্পর্কে আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1434

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনার সোনার গহনা আছে, যেটার মূল্য ৩০-৪০ হাজার টাকার মতো হতে পারে। তারপর আপনি বলেছেন যে, একবছর হয়নি এমন কিছু গহনা আছে যেটার মূল্য ১৫০০০ এর মতো হবে। এটা কিসের গহনা সেটা আপনি উল্লেখ করেননি!সুতরাং বলা যায় যে, আপনার প্রশ্নটি অস্পষ্ট।
 
আপনার যেহেতু নেসাব পরিমাণ সম্পদ হয়নি, অর্থাৎ ৭.৫ ভড়ি স্বর্ণ বা ৫২.৫ ভড়ি রুপ্য আপনার নেই,তাই যাকাত ফরয হবে না। হ্যা, গায়রে নামী মাল, যেমন- জমি,অতিরিক্ত বাড়ী, অতিরিক্ত ফার্ণিচার, এগুলো
যদি ৫২.৫ ভড়ি পরিমাণ আপনার না থাকে, তাহলে আপনাকে ফিতরাও দিতে হবে না।


(২)
আপনার আম্মুর যাকাত ফরয হবে না।

(৩)
একজন উপার্জন সক্ষম পুরুষের ৫২.৫ ভড়ি রূপার  সমপরিমাণ মূল্য থাকলে থাকলে, এবং এক বৎসর পর্যন্ত তার হাতে থাকলে তার উপর যাকাত ওয়াজিব হবে। যাকাত ৪০ ভাগের ১ ভাগ তথা ২.৫% হারে দিতে হয়।

(৪)
জমির উপর যাকাত আসে না।বরং জমিন হতে উৎপাদিত ফসলের ১০ভাগের একভাগ বা ২০ ভাগের ১ভাগ উশর দিতে হয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219


(৫)
জ্বী, এটা অবশ্যই ঠিক যে, আলেম হচ্ছেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন। একজন আলেমের উচিৎ,তিনি সর্বদা আজিমতের উপর আমল করবেন।

(৬)
আপনার অচিরেই বিয়ে হবে, এবং পারিবারিক জীবনে আপনার শান্তি আসবে,বরকত হবে।

(৭)
এই স্বপ্নটা আপনার মনের কল্পনা মাত্র।

(৮)
জ্বী, আলেম সাহেব সর্বদা আজিমতের উপরই আমল করবেন।

(৯)
রোযা রেখে মুখে সানস্ক্রিন দিলে সেই সানস্ক্রিনের এত ঘ্রাণ যে তা নাকের ভেতর প্রবেশ করলে রোযা নষ্ট হবে না।
وكذا اذا دخل الدخان أو الغبار أو ريح العطر أو الذباب حلقه، لا يفسد صومه، (فتاوى قاضى خان، كتاب الصوم، الفصلا الخامس فيما لا يفسد الصوم-1/208)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...