আসসালামু আলাইকুম জনাব।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারো প্রশ্ন করার জন্য।
পায়খানার পর, পানি দিয়ে পায়ুপথ পরিষ্কার করার সময় বাম হাতের বেশ খানিকটা পর্যন্ত ওই পানি লেগে যায়। তাই, প্রথমে শুধু পানি দিয়ে বাম হাত সম্পূর্ণ পরিষ্কার করি। এখন, এই পরিষ্কার করার সময় পানির ছিটা বাথরুমের দেওয়ালেও লেগে যায়।
১. দেওয়ালের উপরিউক্ত অংশটা পাক হিসেবে ধরবো নাকি নাপাক? যদি পানির ছিটা ছাড়া নাপাকির আর কোনো চিহ্ন না দেখা যায়?
২. আমি ফরয গোসল আদায় করতেছিলাম ঝর্নার পানিতে। তো গোসলের সময় ঝর্নার পানির ছিটা দেওয়ালের ওই অংশে (যেখানে বাম হাত ধোয়া পানির ছিটা লেগেছিলো) লেগে আবার শরীরে ফিরে আসছে। এখন তাহলে কী আমার ফরয গোসল আদায় হয়েছে?