আসসালামু আলাইকুম, আমি একজন অবিবাহিত মুসলিমাহ এবং আমার বয়স ১৯। গতবছর আমার বাবা মারা যান। বাংলাদেশেই অবস্থান করছি ইন শা আল্লাহ। স্বপ্নটি আমি দেখি আজকে অর্থাৎ ৭ম রমাদান এ। স্বপ্নটি ছিলো এমন:
আমি নিজেকে একটা বাসে আবিষ্কার করি এবং আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, কিছুক্ষণ পর আমার ফ্লাইট এবং আমি তখনও জানতাম নাহ আমি কোন দেশে যাচ্ছি; বাসে আমার কয়েক সিট এর সামনে একটা লোক দাঁড়িয়ে এটা বলে প্রচুর চিল্লাচ্ছিলেন যে, "বাস এত ধীরে চলে, এখনও পৌঁছানো যায় না" পরে লোকটা অনেক রাগারাগি করছিলেন; এবং পিছনে আমিসহ কিছু লোক খুব বিরক্ত হচ্ছিলাম। পরে বাস থেকে নেমে আমি আমার আম্মু এবং আমার বোনকে দেখতে পাই; জায়গাটি এয়ারপোর্টে ছিলো। ওরা আমাকে জড়িয়ে ধরে কান্না করছিলো; আর আমিও এত বিষ্বাদগ্রস্থ ছিলাম এত কষ্ট পাচ্ছিলাম কারন আমার যেতে ইচ্ছে করছিলো কিন্তু তবুও আমাকে যেতে হবে এমন। কিছুক্ষণ পর আমি আবার নিজেকে আমার বাসায় আবিষ্কার করি এবং সেখানে আমার মরহুম বাবাকে (বাবা উনার বিয়ের আগে সৌদি আরব অনেক বছর থেকে ছিলেন, ইরাক গিয়েছিলেন এবং আরো কিছু দেশে গিয়েছিলেন)দেখতে পাই, বাবা আমাকে ওই দেশটির ব্যখ্যা করছিলেন এবং বলছিলেন "ইরাক এ সকালে গরম থাকলেও রাতে অনেক ঠান্ডা" [যদিও দেশটির ব্যখ্যা kind of সৌদি আরবের মত ছিলো] আমি আমার মরহুম বাবাকে জিজ্ঞেস করি " বাবা তুমি আমাকে ইরাকেই কেনো পাঠাচ্ছো, ইরানে কেন নয়? ইরান তো মোটামুটি গরমও নাহ ঠান্ডাও নয়" তারপর আমি আমার আম্মু কে জিজ্ঞেস করি "আম্মু তুমি আর আমার বোন কেনো আমার সাথে যাচ্ছে নাহ? আমি তোহ একা কোথাও যাইনি এবং আমি ভয় পাচ্ছি, একা যেতে পারবো নাহ" তখন আমার মরহুম বাবা উত্তর দেয় " এইবার তুমি একাই যাও, পরের বার তোমার আম্মু আর তোমার বোন যাবে, তোমার আম্মু আর তোমার বোনের পাসপোর্টের কিছু ঝামেলা আছে, তাই কোনো এক গুরুত্বপূর্ণ কাজে তোমাকে একাই যেতে হবে, কষ্ট পেলেও যেতে হবে" তখন আমি স্বপ্নেই বুক ফেটে কাঁদছিলাম যেনো আমি একা যেতে চাই নাহ। আমাকে তখন অনেকে মেসেজ দিচ্ছিলো, বলছিলো "কেনো তুমি একাই যাবে? কাউকে নিয়ে যাবে নাহ কেনো" এই বলে তারাও কষ্ট পাচ্ছিলো। এবং আমি স্বপ্নেই উপলব্ধি করতে পারি যে আমার ফ্লাইট এর সময় হয়ে গিয়েছে, আমাকে এই কষ্ট ছেড়ে যেতে হবে।