আমার কাছে ৫ ভরি স্বর্ণ আছে।
গত কুরবানে আমার স্বামী ১০ হাজার টাকা দিয়েছিলেন।আমি তা থেকে কিছু খরচ করি আবার কিছু জমা করি (২ বারে ৪,০০০ টাকা খরচ করি এবং পরবর্তীতে ১ হাজার করে ৩ বার জমা করি)। বর্তমানে ৯ হাজার টাকা আছে।
আমার এই ৫ ভরি স্বর্ণ এবং ৯ হাজার টাকার উপর কি যাকাত দিতে হবে? দিলে স্বর্ণের যাকাত কত দিব প্রতি ভরিতে?যাকাত ৯ হাজারের বেশি হলে কি ধার নিয়ে জাকাত দেওয়া যাবে যেহেতু আমার কাছে এর বেশি টাকা নেই এবং আমি ইনকাম করি না।