আমি একজন ছাত্রকে পড়াই আড়াই হাজার টাকা বেতনে। তার বাবা মায়ের ঝামেলা হলে তার বাবা শুধু খাবার খরচ কিছুটা দেন বাকি সব তার মা দেন। তার বাবা তার মায়ের তুলনায় কম আয় করেন। তার বাবা অটো চালক কিছু দিন হলো অ্যাক্সিডেন্ট করেছেন আর মা এনজিও তে জব করে। অনেক দিন যাবত পড়ে। তার মা যে আমার বেতন দেন এটা জানা ছিলো না আর এটা নিয়ে তেমন খেয়াল ও ছিলো না। হঠাৎ মনে পড়লো যে জানা সত্ত্বে হারাম আয় হলে তো পড়ানো যাবে না। এখন এক হাজার টাকা আছে।বাকি সব এতো দিনে খরচ হয়ে গেছে। এতো দিনের যে বেতন নিয়েছি তা কি হারাম? হারাম হলে করণীয় কি? তার বাবা যে টাকা আয় করেন তা ঐ ছাত্রের কাছে ২০০করে জমা রাখেন। এরকম বলেছিলো। এখন যে এক হাজার টাকা টা আছে তা কি ছাত্রের কাছে জমা টাকা থেকে বদলিয়ে আনাবো ওর অভিভাবকে না জানিয়ে?এতে কি হালাল হবে? নাকি ওর অভিভাবককে জানিয়ে বদলিয়ে আনাবো??আর যদি না জানিয়ে আনালে হালাল হয় তবে কি ছাত্রকে বলবো প্রতি মাসেই যেনো তার মা টাকা দিলে তার বাবার জমানো টাকা থেকে বদলিয়ে আনে?আর কিভাবে বললে ভালো হবে যেনো ওনারা না বুঝতে পারেন যে হারামের জন্য এরকমটা বলছি । এতো দিন পড়ানোর পর এখন এটা বললে ভালো ভাবে নিবে না, কিভাবে কি করলে ভালো হয় একটু তাড়াতাড়ি জানালে উপকৃত হবো।