আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১.সম্পুর্ন পর্দা মেইনটেইন করে সহশিক্ষায় এমবিএ করা যাবে?! মেয়ে চাচ্ছে না এমবিএ করতে কিন্তু তার মা, বাবা, বোন চাচ্ছে এমবিএ করুক পর্দা করে! এক্ষেত্রে মায়ের ইচ্ছা পূরনের জন্য এমবিএ করা জায়েজ হবে সহশিক্ষায়?!
আবার দুনিয়াবি সার্টিফিকেট থাকবে এমবিএ করলে, সেই সার্টিফিকেট পাওয়ার ইচ্ছাতে এবং আত্মীয় স্বজন বলবে যে এমবিএ করেছি সেই নিয়তেও এমবিএ করতে চাইছি আমি আমার মনে হচ্ছে!
আমার নিয়ত ঠিক নেই, নিয়তে দুনিয়াবি চাওয়া চলে এসেছে! আমি পারছিও না নিয়ত ঠিক করতে! এমতাবস্থায় আম্মু যেহেতু চাচ্ছে, আম্মুর ইচ্ছা পূর্ণ করার জন্য সহশিক্ষায় এমবিএ করা জায়েজ হবে?
২. নিয়ত কিভাবে ঠিক রাখতে পারি এক্ষেত্রে?! যেহেতু আমার নিয়ত সম্পর্কে জানি আমি!
জাযাকাল্লাহ খইর