আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাজ
আমি ভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট। গত রাতে ২ টার সময় আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন ছিলো যে আমি সম্ভবত আমার সহপাঠীদের সাথে হজ্জে যাওয়ার জন্য বের হচ্ছি। কিছুক্ষণ পর পৌঁছে গেছি। পৌঁছানোর পর জায়গাটা বাইতুল্লাহ এর মতো মনে হচ্ছিলো না, আমাদের ক্যাম্পাসের মতো মনে হচ্ছিলো। স্বপ্নেই এটা হচ্ছিলো তখন আমি নামাজের জন্য মসজিদ মানে কাবা খুজতেছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায় আর উঠে তাহাজ্জুদ আদায় করি আলহামদুলিল্লাহ।
এর আগেও একবার স্বপ্ন দেখেছিলাম, বাইতুল্লাহ তে গিয়েছি, কিন্তু জায়গাটা মক্কার মতো অনেক প্রসারিত হলে একেবারে বাইতুল্লাহ এর মতো নয়। বড় মসজিদে খুব সম্ভবত স্বালাত আদায় করেছি। স্বালাতের পরে অনেক খুজেও যমযম কুপ খুজে পাইনি। যমযমের পানির জন্য অনেক অনেক দূর হেটেছি, শেষ অব্দি একটা বড় জলাশয়ের কাছে পৌঁছালেও পরে জানতে পারি ওইটা যমযম কুপ নয়। তাই পানি না খেয়েই ফিরে আসি। এই স্বপ্নটা ৬-৭ মাস আগে দেখেছি।
আরো অনেক আগে একবার দেখেছিলাম এক লোক যিনি সম্ভবত বাবার বন্ধু ছিলেন, কালো কাপড় পরা ছিলেন, উনাকে আগে কখনো দেখিনি, উনি আমাকে হজ্জে নিয়ে যেতে এসেছিলেন, গাড়ি ও রেডি ছিলো। কিন্তু শেষ মুহুর্তে খুব সম্ভবত মাহরাম ছাড়া যাওয়া জায়েজ হবে না ভেবে যাওয়া হয়নি। অনেক আগের স্বপ্ন হওয়াই স্পষ্ট মনে নেই।
উস্তাজ বাইতুল্লাহ রিলেটেড দীর্ঘ সময়ের ব্যবধানে ৩ টা অদ্ভুত স্বপ্ন এবং এই ৩ টি স্বপ্নেই নিজেকে একসময় বেপর্দা অবস্থায় ( মাহরামদের সামনে যেভাবে চলাফেরা করা হয় নরমালি সেভাবে) দেখে খুব দুশ্চিন্তা হচ্ছে। অনুগ্রহ করে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা দিলে মুনাসিব হয় উস্তাজ
- এক বোনের তরফ থেকে প্রশ্নটি