আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
164 views
in সাওম (Fasting) by (54 points)
আসসালামু আলাইকুম

১. সিঙ্গাপুরে আযান টাইম ছিল আজকে ৫ঃ৫২। যেহেতু এর আরো আগে খাওয়া শেষ করতে হই জানি তাই আমি ৫ঃ৪৮ এ খাওয়া শেষ করি। কিন্তু এরপর একটা টাইমটেবল পাই যেখানে ছিল সাহরির শেষ সময় ৪ঃ৪২।  এখন আমার কি সাওম টা হবে? আর আমার কি এটার কাযা করতে হবে? নাকি কাফফারাও করতে হবে?

২. এই দেশের টাইমে সাওম শুরু করেছি যা বাংলাদেশের থেকে একদিন আগে শুরু হয়েছে। রমাদানের শেষের দিকে বাংলাদেশ যাব। ঈদ কি বাংলাদেশের টাইমে করব? তাইলে কি আমার সাওম তো ৩১ টা হয়ে যেতে পারে।

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মুফতী আমীমুল ইহসান কর্তৃক রচিত, ইসলামি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, "নামায রোযার চিরস্থায়ী  ক্যালেন্ডার'' অনুযায়ী নামায-রোযাকে পালন করবেন। যদি ৪:৪২ উপরে বর্ণিত ক্যালেন্ডারের উল্টো হয়ে থাকে,তাহলে সেটা ধর্তব্য হবে না। তবে যদি ৪:৪২ টাইমটি ইসলামিক ফাউন্ডেশনের-ই হয়, তাহলে তখন আপনাকে ঐ রোযা কাযা করতে হবে।
 
في تنوير الأبصار ج:٣ - ص: ٤٣٦
”تسحر یظن الیوم لیلا والفجر طالع قضی فقط“
(در المختار مع رد المحتارجلد3صفحہ 436مطبوعہ)


ومحل الاستحباب إذا لم یشک في بقاء اللیل، فإن شک کرہ الأکل فی الصحیح کما فی البدائع أیضاً( رد المحتار،کتاب الصوم، ۳: ۴۰۰، ط: مکتبة زکریا دیوبند)، ویکرہ تأخیرہ إلی وقت یقع فیہ الشک، ھندیة(حاشیة الطحطاوي علی المراقی،ص: ۶۸۳، ط:دار الکتب العلمیة بیروت) ۔


(২)
আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন-
إني لأعجب من هؤلاء الذين يصومون قبل رمضان، إنما قال رسول الله صلى الله عليه وسلم : إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فأفطروا، فإن غُمَّ عليكم فعُدُّوا ثلاثين.
ঐ সকল লোকের উপর আমার আশ্চর্য হয়, যারা রমযান আসার আগেই রোযা রাখতে শুরু করে। আল্লাহর রাসূল সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যখন তোমরা চাঁদ দেখবে তখন রোযা রাখবে এবং যখন (দ্বিতীয়) চাঁদ দেখবে তখন রোযা ছাড়বে। চাঁদ যদি আড়ালে থাকে তাহলে ত্রিশ সংখ্যা পূর্ণ করবে। (আসসুনানুল কুবরা, বায়হাকী ৪/২০৭)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/44611

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি বাংলাদেশের টাইম অনুযায়ী রোযা ও ঈদ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 156 views
...