আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
288 views
in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১. প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে যে কয় রাকাআত  সুন্নত নামাজ আছে তার মধ্যে কোন কোন রাকাআত সুন্নতে মুয়াক্কাদা আর কোন কোন রাকাআত সুন্নতে গায়রে মুয়াক্কাদা এবং এগুলোর হুকুম কী?

২. সালাতরত অবস্থায় যদি ব্যক্তিটি মহিলা হয় আর তার সালাত ঘরে কোনো বেগানা পুরুষ চলে আসে এবং সালাতরত মহিলাটির পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা থাকে বা পর্দার খেলাফ হয়ে যায় তাহলে সেই নারীর করণীয় কী? সে কিভাবে নামাজ কন্টিনিউ করবে?

1 Answer

0 votes
by (585,180 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।

(১)সুন্নতে মু'আক্কাদাঃ 
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4516

(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই।

(খ)
 সালাতরত অবস্থায় যদি ব্যক্তিটি মহিলা হয়, আর তার সালাত ঘরে কোনো বেগানা পুরুষ চলে আসে এবং সালাতরত মহিলাটির পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা থাকে বা পর্দার খেলাফ হয়ে যায়, তাহলে সেই নারীর নামায ফাসিদ হবে না। সে তার নামাজকে কন্টিনিউ করবে।

হানাফি মাযহাব মতে মুহাযাত (তথা নামাযের পুরুষের পাশে মহিলা হয়ে যাওয়া) এর জন্য নয়টি শর্ত রয়েছে।এর মধ্যে একটি শর্ত হল,
هـ - كَوْنُ الْمُحَاذَاةِ فِي صَلاَةٍ مُشْتَرَكَةٍ مِنْ حَيْثُ التَّحْرِيمَةُ وَذَلِكَ بِاقْتِدَاءِ الْمُصَلِّي وَالْمَرْأَةِ بِإِمَامٍ أَوِ اقْتِدَائِهَا بِهِ. 
একই তাহরিমা দ্বারা নারী পুরুষ একই নামাযে লিপ্ত থাকতে হবে।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাহ-৩৬/১৭৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9571


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...