ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।
(১)সুন্নতে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4516
(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই।
(খ)
সালাতরত অবস্থায় যদি ব্যক্তিটি মহিলা হয়, আর তার সালাত ঘরে কোনো বেগানা পুরুষ চলে আসে এবং সালাতরত মহিলাটির পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা থাকে বা পর্দার খেলাফ হয়ে যায়, তাহলে সেই নারীর নামায ফাসিদ হবে না। সে তার নামাজকে কন্টিনিউ করবে।
হানাফি মাযহাব মতে মুহাযাত (তথা নামাযের পুরুষের পাশে মহিলা হয়ে যাওয়া) এর জন্য নয়টি শর্ত রয়েছে।এর মধ্যে একটি শর্ত হল,
هـ - كَوْنُ الْمُحَاذَاةِ فِي صَلاَةٍ مُشْتَرَكَةٍ مِنْ حَيْثُ التَّحْرِيمَةُ وَذَلِكَ بِاقْتِدَاءِ الْمُصَلِّي وَالْمَرْأَةِ بِإِمَامٍ أَوِ اقْتِدَائِهَا بِهِ.
একই তাহরিমা দ্বারা নারী পুরুষ একই নামাযে লিপ্ত থাকতে হবে।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাহ-৩৬/১৭৪)