নিচ তলার আমার মা, স্ত্রী, বোন থাকে।
২য় তলায় মামী, ভাবী, মামাতে বোন নানী থাকে।
২য় তলার উনারা তেমন নামাজ পড়েন না।
তাই মা আমার স্ত্রীকে বলেছেন ইমাম হয়ে তারাবী পড়াতে। যাতে সব নারীরা থাকবেন। ফলে ২য় তলার যারা পড়েন না তারাও উৎসাহের সাথে পড়বে।
এই অবস্থায় আমার স্ত্রী কি মহিলাদের ইমাম হয়ে তারাবী পড়াতে পারবে?