হুজুর একজন অফিস মালিক তার অফিস রেখে ফ্রান্স পালিয়ে গেছে।ব্যাংক লোন নিছিলো অনেক টাকা।উনি আর দেশে ফিরবেন বলে মনে হয় না।কারণ দেশে ফিরলে পুলিশ এ ধরতে পারে।উনি অফিস এ অনেকগুলো কম্পিউটার আর অফিস এর যাবতীয় জিনিসপত্র ফেলে রেখে গেছেন।উনি একটা বিল্ডিং এ অফিস ভাড়া নিয়ে ছিলেন। বিল্ডিং এর মালিক আব্বুর পরিচিত।যদি বিল্ডিং মালিকের অনুমতিক্রমে আব্বু সেখান থেকে একটা কম্পিউটার নিয়ে আসে তাহলে জায়েজ হবে কি?ওই কম্পিউটারগুলো দিয়ে উপার্জন করা অর্থ হালাল হবে কি?(ফ্রিল্যান্সিং,ডাটা এন্ট্রি,প্রোগ্রামিং ইত্যাদি)
এক্ষেত্রে বিল্ডিংটা যদি হারামের উপর কিংবা আংশিক হারাম টাকার উপর প্রতিষ্ঠিত হয়, আর যদি অফিস মালিকের উপর্জনকৃত অর্থ সম্পূর্ণ হালাল না হয় তাহলে?
বি:দ্রঃ অফিস মালিকের গার্মেন্টস বিজনেস ছিল।কিন্তু আমার সন্দেহ হয় উনি ব্যাংক লোন এর টাকা দিয়ে বিজনেস প্রতিষ্ঠা করেছিলেন।