আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি শুক্রবার দিবাগত রাত ৩.০-৩.৩০ দিকে স্বপ্নে দেখি আমি কোন শান্তির হাট যাবো আমি ওইটা চিনিও না ,এখন ড্রাইভার আমাকে এক অচেনা পথে নামিয়ে দিয়েছে সোজা পথে না নিয়ে,যে পথ জনমানবহীন, উঁচু - নিচু পাহাড়ের মত,কোথাও সরু,আবার কোথাও প্রশস্ত, মাঝখানে একটা খাল পড়ছে,ওইখাল আমি পায়ে হেঁটে পার হইতে চাইতে একজন লোক আমাকে নৌকা দিয়ে পার করে দেয়,,তবে পুরো পথ আমাকে কেউ না কেউ চিনিয়ে দিয়েছে,, সব বাধা বিপত্তি শেষ করে আমি মুল পথে পৌঁছাতে পেরেছি,,
এখন আমার কথা হচ্ছে এটা আসলে কেনো,,এটার কোন অর্থ আছে কিনা